নয়াদিল্লি: মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি। ওমান উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে। ১৬ জন কর্মীকে নিয়ে উল্টে গিয়েছে তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ওই ১৬ জন, যাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। বাকি তিন জন শ্রীলঙ্কার নাগরিক। নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি। তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ওমান উপকূল নিরাপত্তা বিভাগ। (Oil Tanker Capsizes Off Oman)


জানা গিয়েছে, যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে, তার নাম 'Prestige Falcon'. ভারত মহাসাগরে অবস্থিত কমোরোস দ্বীপুঞ্জের পতাকা লাগানো ছিল তাতে। ওমানের দুকম বন্দর থেকে দক্ষিণ-পূর্বে, উপকূলের ২৫ নটিক্যাল মাইল দূরত্বে তেলের ট্যাঙ্কারটি উল্টে যায় সোমবার। ইয়েমেনের এডেন বন্দরের দিয়ে এগোচ্ছিল তেলের ট্যাঙ্কারটি। (Maritime Security)


দুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে অবস্থিত। দেশের গুরুত্বপূর্ণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের খনিও ওই অঞ্চলেই অবস্থিত। দুকম শিল্পাঞ্চলের অংশ একটি তৈল শোধনাগারও, ওমানের অর্থনীতিতে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 'Prestige Falcon' নামের যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে, সেটি ১১৭ মিটার দীর্ঘ ছিল। ২০০৭ সালে তৈরি হয় ট্যাঙ্কারটি।



আরও পড়ুন: Donald Trump : ট্রাম্পের প্রাণরক্ষা করলেন জগন্নাথ? ইস্কনের সাধুর মুখে ৪৮ বছর আগের কথা


ওমানের মেরিটাইম সিকিওরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে, তেলের ট্যাঙ্কারটি সমুদ্রে উল্টে যায়। জলে সেটি পুরোপুরি ডুবে গিয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।  কী করে এই দুর্ঘটনা ঘটল, ট্যাঙ্কার থেকে তেল চুঁইয়ে পড়ছিল কি না, তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে, তুলনামূলক ভাবে আকারে ছোট সেটি। স্বল্প দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রেই এই ধরনের তেলের ট্যাঙ্কার ব্যবহৃত হয়। 


যে সময় এই দুর্ঘটনা ঘটেছে, তাও গুরুত্বপূর্ণ। কারণ সোমবারই ওমানের শিয়া মসজিদে বন্দুকবাজ হামলা চলে, তাতেও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। আহত হন একজন ভারতীয়। সবমিলিয়ে তিন জন হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে মোট ন'জন মারা যান। মারা গিয়েছেন চার পাকিস্তানি নাগরিকও। পুলিশ-নিরাপত্তারক্ষী-সহ ২৮ জন আহত হন ওই ঘটনায়।