দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে হোম আইসোলেশনে থাকাকালীনই বৃদ্ধের মৃত্যু। মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ। প্রায় ১৭ ঘণ্টা বাড়িতেই পড়ে থাকল বৃদ্ধের মৃতদেহ। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে জ্বর হওয়ায় বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হয় ৭১ বছরের ওই রোগীর। হোম আইসোলেশনে থাকাকালীন গতকাল বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর রিপোর্ট পজিটিভ আসে। প্রতিবেশীদের দাবি, প্রায় ১৭ ঘণ্টা বাড়িতেই পড়েছিল মৃতদেহ। পরে সৎকারের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। যদিও পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, ডেথ সার্টিফিকেট পেতে দেরি হওয়ায় এই সমস্যা।
হোম আইসোলেশনে মৃত্যু, পরে রিপোর্ট পজিটিভ, ১৭ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল বৃদ্ধের দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2020 02:03 PM (IST)
পরে সৎকারের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন...
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -