ভিডিওতে দেখা যাচ্ছে, চন্দ্রমুখী দেবী বলছেন, মহিলাদের যখন তখন বাইরে বেরোনো উচিত না। বিশেষত কোনও মানুষের দ্বারা প্রভাবিত হয়ে বাইরে যাওয়া উচিত নয়। ওই মহিলা বাড়ির বাইরে না গেলে এই ঘটনা ঘটত না। বা তাঁর সঙ্গে কোনও পুরুষ থাকলে এটা একেবারেই হওয়ার সম্ভাবনা ছিল না। ধর্ষণের ঘটনায় ধর্ষিতাদের দিকে আঙুল তোলা কবে বন্ধ হবে? জাতীয় মহিলা কমিশনের সদস্যের মন্তব্যে এই প্রশ্নই উঠছে।
চন্দ্রমুখী দেবীর এই মন্তব্যের সমালোচনা করেছেন বলিউডের তারকারা। এই তালিকায় আছেন উর্মিলা মাতন্ডকর, তাপসী পান্নু, পূজা ভট্ট। উর্মিলা মাতন্ডকর লিখেছেন, ‘এই ধরনের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। না হলে কোনও আশা নেই।‘ তাপসী পান্নু লিখেছেন, ‘তাঁদের মতো এমন মানুষ না থাকলে দেশের হাল এইরকম হতো না।‘ এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের অবস্থান জানতে চেয়েছেন পূজা ভট্ট। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও চন্দ্রমুখী দেবীর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এটা জাতীয় মহিলা কমিশনের মনোভাব নয়। এই মন্তব্যে নিন্দা করছি আমরা। আমি জানি না কেন উনি এই কথা বলেছেন। মহিলাদের যে কোনও সময়ে যে কোনও সময়ে বাইরে যাওয়ার পূর্ণ অধিকার আছে। মহিলাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সমাজ এবং রাজ্য।
https://twitter.com/taapsee/status/1347165844300648448
উল্লেখ্য, গত রবিবার বদায়ুনের উত্তরপ্রদেশের একটি গ্রামে মন্দির চত্বরে গণধর্ষণ করা হয় ৫০ বছর বয়সি মহিলাকে। মন্দিরে পুজো দিতে আসা মহিলার উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্তরা। অভিযোগ, ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ৩ ব্যক্তি মহিলার দেহ তাঁর বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।