ঢাকা: করোনা ভ্যাকসিন সংগ্রহে সম্মতি দিল বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার এই অনুমোদন দেয় শেখ হাসিনার সরকার। জানা গিয়েছে, ভারত থেকে ৩ কোটি কোভিশিল্ড টিকা সংগ্রহ করা হবে। যা যৌথভাবে প্রস্তুত করছে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ ড্রাগ রেগুলেটর জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালকে এই টিকা আমদানির দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথম দফায় ৬ মাস টিকাকরণ হবে। এরপর দ্বিতীয় দফায় বেক্সিমকো প্রতি মাসে ৫ কোটি ভ্যাকসিন আমদানি করবে। প্রতিবেদন অনুযায়ী, ডিজিডিএ-এর ডেপুটি ডিরেক্টর মহম্মদ সালাউদ্দিন বলেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ভারত থেকে টিকা আমদানি করতে পারবে। প্রাথমিকভাবে সরকারের চাহিদা অনুযায়ী ভ্যাকসিন আমদানি করবে তারা। এরপর সরকার অনুমোদন দিলে তবেই ভ্যকসিন সরবরাহ করা যাবে।
চলতি সপ্তাহের সোমবার সরকার জরুরি ভিত্তিতে কোভিশিল্ড ভ্যাকসিন নো-অবজেকশন সার্টিফিকেট দিয়েছে সরকার। বুধবার ব্রিটেন সরকার কোভিশিল্ড টিকা ব্যবহারে অনুমোদন দেয়। এরপর শুক্রবার বাংলাদেশ ড্রাগ রেগুলেটর জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশন টিকা আমদানিতে অনুমোদন দিয়েছে।
সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার স্থানীয় প্রস্তুতকারক সংস্থা। গত বছর নভেম্বর মাসে বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি সই করে। তার ভিত্তিতেই ৩ কোটি কোভিশিল্ড টিকা সংগ্রহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। অন্যদিকে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোব বায়োটেক লিমিটেড ম্যানুফ্যাকচারের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দিয়েছে ড্রাগ রেগুলেটর জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশন। যার নাম বোঙ্গাভ্যাক্স।
এদিকে করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। শুক্রবারের হিসাব অনুযায়ী, বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৮ লক্ষ ৯৫ হাজার ৮১৪ জনের। আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৭৯ লক্ষ ১২ হাজার ৭৪০। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৯০ লক্ষ ৩০ হাজার ১২৫ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ৯৭ হাজার ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ১০ হাজার ৭৪৩।
জরুরি ভিত্তিতে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন বাংলাদেশ সরকারের, ভারত থেকে যাবে ৩ কোটি ভ্যাকসিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2021 08:06 AM (IST)
বাংলাদেশ ড্রাগ রেগুলেটর জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালকে এই টিকা আমদানির দায়িত্ব দিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -