Lok Sabha Speaker: ভোটে জয়ী হয়ে ফের স্পিকার ওম বিড়লা! শুভেচ্ছা রাহুলের, করমর্দন মোদির সঙ্গেও

Om Birla:জয়ের পরে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও করমর্দন করেন রাহুল।

Continues below advertisement

নয়া দিল্লি: দ্বিতীয় বারের জন্য লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা (Om Birla)। এই দফায় ভোটাভুটির মাধ্যমে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি। ধ্বনি ভোটে জয়ী হয়েছেন ওম বিড়লা। 

Continues below advertisement

এদিন স্পিকার নির্বাচন নিয়ে অভূতপূর্ব সৌজন্যের ছবি দেখা গিয়েছে লোকসভায়। জয়ের পরে উঠে এসে ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও করমর্দন করেন তিনি। 

প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল বুধবার। আজ সকাল ১১ টা নাগাদ NDA-এর জোট প্রার্থী হিসেবে ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী। লোকসভায় ২৯২ টি আসন পেয়েছে NDA জোট। INDIA জোটের আসন সংখ্যা ২৩৪। INDIA জোটের প্রার্থী কে সুরেশ স্পিকার নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল তৃণমূল।


ফের লোকসভার স্পিকার ওম বিড়লা- (Om Birla Elected as speaker)। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে পরপর দু'বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। এদিন স্পিকার পদে নির্বাচনের জন্য ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ওম বিড়লার আমলে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সংসদ। গত অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। আজ সংসদে নতুন ইতিহাস তৈরি হল। সংসদের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশাকরি এবারও আপনি সফল হবেন।'

বক্তব্য রাখতে গিয়ে রাহুল গাঁধী ঘ(Rahul Gandhi) বলেন, 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। আশা করি সংসদে বিরোধীরা বলার সুযোগ পাবে। আশা করি আপনি সংবিধান মেনে আপনার দায়িত্ব পালন করবেন।' স্পিকারের কাছে নিরপেক্ষ ভূমিকা পালনের আর্জি জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান এবং লোকসভার সাংসদ অখিলেশ যাদব। তাঁর বার্তা, 'আশা করি সাসপেনশনের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। লোকসভার গরিমা যেন অক্ষুণ্ণ থাকে।' তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনেক সময় আপনিও শাসক দলের চাপের কাছে মাথা নত করেছেন। ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করেছেন ওম বিড়লা। কোনও আলোচনা ছাড়াই অনেক বিল পাস হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: হলং অগ্নিকাণ্ডে ভস্মীভূত 'নস্টালজিয়া'! বাতাসে ভাসছে বহু প্রশ্ন! কতটা মিলল উত্তর?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola