নয়াদিল্লি: ফের গৃহবন্দি করা হয়েছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। ঘরেই আটক পরিবার। বাড়ির বাইরে মোতায়েন পুলিশের গাড়ি। ছবি পোস্ট করে ট্যুইট ওমর আবদুল্লার। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়েছে শ্রীনগর পুলিশ।
শুধু ওমর আবদুল্লাই নয়, জম্মু-কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুখ আবদুল্লা সহ তাঁদের পরিবারের সদস্যদের গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ। শনিবার পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি প্রথম এই বিষয় নিয়ে মুখ খোলেন। এরপর রবিবার ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা ট্যুইট করেন।
ট্যুইটারে প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “২০১৯ সালের আগস্টের পর এটাই নয়া কাশ্মীর। কোনও ব্যাখ্যা না দিয়েই আমাদের গৃহবন্দি করা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে আমার বাবা, যিনি একজন সাংসদ, তাঁকে এবং আমাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আমার বোনের বাড়িতে গিয়ে তাঁকে এবং তাঁর ছেলেমেয়ে সহ পরিবারকে বন্দি করা হয়েছে।“ আর এই ট্যুইটের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বাড়ির বাইরে মোতায়েন সেনা কনভয়।
এই ট্যুইটের পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে শ্রীনগর পুলিশ। ট্যুইট করে তারা জানিয়েছে, পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তির জন্য নিরাপত্তার খাতিরেই বাড়িতে থাকতে বলা হয়েছে। তারা লিখেছে, পুলওয়ামা হামলার দ্বিতীয় বছর পূর্ণ হল। নিরাপত্তার খাতিরেই তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। আগে থাকতে তা সকলকে জানানো হয়েছিল।' কিন্তু শ্রীনগর পুলিশের ওই টুইট হ্যান্ডলটি ‘ভেরিফায়েড’ নয় বলে জানিয়েছেন ওমর।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বাড়িতে থাকতে হবে এই আবেদন বা নির্দেশ নিয়ে কোনও চিঠি দেওয়া হয়নি তাঁকে। ট্যুইটারে তিনি আরও লিখেছেন, "কোনও আইনের অধীনে আপনি আমাকে বাড়িতে থাকতে বাধ্য করা হচ্ছে? আমাকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করা যেতে পারে কিন্তু কখনই বাধ্য করা যায় না। গণতন্ত্রের নয়া রূপ। কোনও কারণ ছাড়াই আমাদের বাড়িতে আটকে রাখা হবে। আমাদের বাড়িতে যাঁরা কাজ করেন, তাঁদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। এর পরও আমি রেগে না গেলে সেটা কি অপরাধ?''