নয়াদিল্লি :  ওমিক্রনের ( Omicron ) সাব ভ্যারিয়েন্ট BF.7 । সূত্রের দাবি, গুজরাত ও ওড়িশার ৩ রোগীর শরীরে এই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। করোনার এই প্রজাতির জন্যই এখন ত্রস্ত চিন। যে চিনে করোনার উৎপত্তি, সেখানে এখন হাহাকার! আবারও, ভয়াবহ আকার নিয়েছে চিনের করোনা পরিস্থিতি! অবস্থা এমন যে, হাসপাতালে মিলছে না জায়গা।


৯০ দিন ধরে চলবে
বিশেষজ্ঞরা বলছেন,  চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ই জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। ২১শে জানুয়ারি থেকে চিনে লুনার নিউইয়ারের সেলিব্রেশন শুরু হবে। এই সময় বহু মানুষ পরিবারের সঙ্গে বাইরে বের হন। মনে করা হচ্ছে, সেই সময় সংক্রমণের আরও একটি ঢেউ আসবে।


আরও পড়ুন :


'চিনে এখন যা হচ্ছে, তা শুধুই ট্রেলার' সবচেয়ে বড় ঢেউ জানুয়ারির শেষে?


ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক?


ফেব্রুয়ারির শেষে মানুষজন পুরোদমে কাজে যোগ দেবেন। তখন করোনার তৃতীয় ঢেউ আসবে বলে মনে করা হচ্ছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক? একজন আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। করোনার এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক অর্থাৎ অত্য়ন্ত দ্রুত গতিতে ছড়াতে পারে।


এক্ষেত্রেও আক্রান্তদের উপসর্গগুলি মোটের ওপর একই। যেমন : 



  • ঠাণ্ডা লাগা

  • জ্বর

  • ক্লান্তি

  • মাথাব্য়াথা

  • শরীরে অসহ্য় ব্য়াথা

  • গলা ব্য়াথা

  • সর্দি


ভাইরাস বিশেষজ্ঞরা এও বলছেন, ইনকিউবিশন পিরিয়ডও কম বলে, এই সাব ভ্য়ারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭।


এমনকি, যারা কোভিডের টিকা নিয়েছেন, তাদেরও সংক্রামিত করতে পারে এই কোভিড সাবভ্যারিয়েন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন, আশার আলো একটাই, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্য়ে মৃত্য়ুর হার অত্য়ন্ত কম।


চিন, আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক-সহ একাধিক দেশে এই সাবভ্যারিয়েন্ট সনাক্ত করা হয়েছে।এই পরিস্থিতিতে এদিন, স্বাস্থ্য-মন্ত্রকের কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড নিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়েছে। সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ ফিরছে মাস্ক।