India Fights Corona: লাফিয়ে বাড়ছে ওমিক্রনের সংখ্যা, সংক্রমণ এড়াতে মুখ্যমন্ত্রীদের 'দাওয়াই' দিলেন প্রধানমন্ত্রী

PM Modi Virtual Meet: দেশে নিত্যদিন বাড়ছে করোনোর গ্রাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার মুখ্যমন্ত্রীদের সংক্রমণ এড়ানোর 'দওয়াই দিলেন' প্রধানমন্ত্রী। কী বললেন তিনি ?

Continues below advertisement

PM Modi Virtual Meet: চিন্তা বাড়াচ্ছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশে নিত্যদিন বাড়ছে করোনোর গ্রাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার মুখ্যমন্ত্রীদের সংক্রমণ এড়ানোর 'দওয়াই দিলেন' প্রধানমন্ত্রী। কী বললেন তিনি ?

Continues below advertisement

PM Modi Interaction With Chief Ministers: এদিন ভার্চুয়াল মিটে প্রধানমন্ত্রী বলেন, " অন্যান্য কোভিড ভ্যারিয়েন্টের থেকে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এই ভাইরাস আগের থেকে অনেক সহজেই সবার দেহে ছড়িয়ে পড়তে পারে। এই নিয়ে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। এটা পরিষ্কার যে আমাদের সতর্ক থাকতে হবে। তবে সংক্রমণ নিয়ে ভয় না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে আমাদের।''    

এই বলেই অবশ্য এদিন থেমে থাকেননি প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, '' একশো বছরের সবচেয়ে বড় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত এখন তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই পরিস্থিতি থেকে একমাত্র কঠোর পরিশ্রমই আমাদের একমাত্র পথ হতে পারে। আমরা, ভারতের ১৩০ কোটি মানুষ অবশ্যই করোনার বিরুদ্ধে লডা়ইয়ে জয়ী হব।''

প্রধানমন্ত্রী বলেন, "আমেরিকার মতো দেশেও একদিনে প্রায় ১৪ লক্ষ নতুন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আমাদের গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমাদের সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। যাতে কোনও আতঙ্কের পরিস্থিতি তৈরি না হয়। দেশে ইতিমধ্যেই জনসংখ্যার ৯২ শতাংশেরও বেশি মানুষ প্রথম ডোজ পেয়েছেন। যোগ্য ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশ তাদের দ্বিতীয় ডোজও নিয়েছেন। ভারত ইতিমধ্যেই প্রায় ৩০ মিলিয়ন ১৫-১৮ বয়সীদের কোভিডের টিকা দিয়েছে।'' 

Continues below advertisement
Sponsored Links by Taboola