মুম্বই: কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শরীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশের মানুষ। গত সপ্তাহের শেষের দিকেই করোনা আক্রান্ত হন তিনি। বিরানব্বই বছর বয়সী গায়িকা লতা মঙ্গেশকরকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করতে হয় চিকিৎসার জন্য। কিংবদন্তি গায়িকার বোন ঊষা মঙ্গেশকর এক বিবৃতিতে জানিয়েছিলেন যে শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখনও আইসিইউতে রয়েছেন সুরসম্রাজ্ঞী।


এএনআইকে দেওয়া এক বিবৃতিতে সম্প্রতি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন যে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থার আগে থেকে সামান্য কিছু উন্নতি হয়েছে। কিন্তু বর্ষীয়ান গায়িকাকে এখনও আইসিইউতেই রাখা হয়েছে। চিন্তার বিষয় এই যে, করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। দুই অসুখের প্রকোপে শারীরিক অবস্থা বেশ জটিল রয়েছে লতা মঙ্গেশকরের। বিভিন্ন সূত্রে খবর, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করে তবেই তাঁকে আইসিইউ থেকে বের করা হতে পারে। আগামী আরও বেশ কিছু দিন চিকিৎসার জন্য ICU-তেই রাখা হতে পারে বলে চিকিৎসকদের সূত্রে খবর। 


আরও পড়ুন - Ram Setu Film Update: 'রাম সেতু' ছবির শ্যুটিংয়ে বড় চমক অক্ষয় কুমারের


সংবাদমাধ্যমের কাছে লতা মঙ্গেশকের বোন ঊষা মঙ্গেশকর জানিয়েছিলেন যে, তাঁর দিদি আগের তুলনায় বেশ কিছুটা ভালো আছেন। করোনার প্রকোপ খুব এখটা নেই ওঁর উপর। কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার তার কারণেই বেশি অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা। আশা করা যাচ্ছে খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে।


প্রসঙ্গত, দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। তৃতীয় ঢেউয়ে রোজ বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। সতর্ক থাকার পরও, করোনা বিধি মেনে চলার পরও বহু তারকার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসছে। বিশেষজ্ঞরা এই সময় সকলকে আরও বেশি সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন। এক এক দিনে সারা দেশে লক্ষাধিক করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।