লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীদের অনেকেরই মুখে মুখে ফিরছে আজাদী স্লোগান। কিন্তু এবার থেকে এই স্লোগান দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করা হবে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই হুঁশিয়ারি দিয়েছেন।
কানপুরে নাগরিকত্ব আইনের পক্ষে এক জনসভায় যোগী বলেন, বিরোধিতার নামে কেউ যদি আজাদীর স্লোগান দেয় তবে তা পরিষ্কার দেশদ্রোহ। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ভারতের মাটিতে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে চক্রান্তের অধিকার দেওয়া যাবে না। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামপন্থীরা মহিলাদের সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করছে বলে যোগী অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, বিরোধীরা প্রতিটি পাড়ায় ধর্না দেওয়ার জন্য মহিলাদের এগিয়ে দিচ্ছে। বাড়ির পুরুষরা ঘরের ভেতর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আর মহিলাদের বসিয়ে দেওয়া হচ্ছে ধর্নায়।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে লখনউয়ের ঐতিহাসিক টাওয়ার চকে গত কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ চলছে। এই সভা অবৈধ ঘোষণা করে তিনটি ফৌজদারি মামলা জারি করেছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে কম্বল লুঠ করা ও খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। পুলিশ অবশ্য দাবি করেছে, আইন মেনেই কম্বল বাজেয়াপ্ত করেছে তারা। গত মাসে উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বার হয়। এতে গোটা রাজ্যে ২০ জনের প্রাণহানি হয়। বিক্ষোভকারীরা দোষ চাপান পুলিশের ঘাড়ে। পুলিশ আবার বলে, বিক্ষোভকারীরাই গুলি চালিয়েছেন। যোগী সরকার ঘোষণা করে, হিংসার ফলে যে সব সম্পত্তির ক্ষতি হয়েছে, তার দাম বিক্ষোভকারীদের পকেট থেকে উসুল করা হবে।
নাগরিকত্ব আইন: আজাদী স্লোগান দিলেই দেশদ্রোহিতার মামলা রুজু, হুঁশিয়ারি যোগীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2020 10:51 AM (IST)
কানপুরে নাগরিকত্ব আইনের পক্ষে এক জনসভায় যোগী বলেন, বিরোধিতার নামে কেউ যদি আজাদীর স্লোগান দেয় তবে তা পরিষ্কার দেশদ্রোহ। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -