নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবদ ডঃ মনমোহন সিংহের জন্মদিনে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন তাঁরই সতীর্থ তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। শনিবার ৮৮ বছরে পা দিয়েছেন মিতভাষী মানুষটি।
ট্যুইটে চিদম্বরম লেখেন, ’’আজ ডঃ মনমোহন সিংহের জন্মদিন। তাঁর দীর্ঘ সুস্থ জীবন কামনা করি,তিনি আরও সেবা করুন দেশের। মনমোহন সিংহের জীবন মামুলি পরিমণ্ডলে বড় হয়ে ওঠা একটি ছেলের জনগণের সেবায় সর্বোচ্চ স্থানে পৌঁছনোর কাহিনি, যাঁর একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা এবং স্কলারশিপ।‘‘


এখানেই না থেমে প্রাক্তন ইউপিএ সরকারের অর্থমন্ত্রীর সংযোজন, ’’গোটা দেশ তাঁর জীবন ও কর্মকাণ্ডে গর্বিত। প্রত্যেক ছেলে বা মেয়ের কাছে তিনি এক উদাহরণ। জনজীবনে আজ এমন কেউ যদি থেকেন থাকেন, যিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য, তবে তিনি মনমোহন সিংহ।‘‘


জন্মদিনে মনমোহন সিংহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন ’’মনমোহন সিংহজিকে শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন দীর্ঘ, সুস্থ জীবন লাভ করেন।‘‘



জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন রাহুল গাঁধী। ’’মনমোহন সিংহের মতো উচ্চতার একজন প্রধানমন্ত্রীর অনুপস্থিতি দেশ আজ অনুভব করে। তাঁর সততা,ভদ্রতা,একাগ্রতা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা।‘‘



কংগ্রেসের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডল থেকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ’’মনমোহন সিংহ ছিলেন এমন একজন নেতা যাঁর প্রাথমিক লক্ষ্য ছিল সমাজে বাসা বেঁধে থাকা খারাপ বিষয়গুলি যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলা। প্রত্যেক ভারতবাসীকে ভাল রাখার লক্ষ্যে যিনি কাজ করে গিয়েছেন আজ তাঁর জন্মদিন পালন করছি।‘‘

ভারতে অর্থনৈতিক সংস্কারের অন্যতম কাণ্ডারীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মমতা লিখেছেন ’’প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অ্রথনীতিবিদ মনমোহন সিংহ সুস্থ জীবন লাভ করুন এবং জনগণের সেবায় আরও সুন্দর জীবন কাটান।‘‘
এদিন শুভেচ্ছা বার্তা এসেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের তরফেও।



নরসিমা রাও সরকারের আমলে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ। ভারতে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জন্মদিনে শুভেচ্ছা জানালেও মনমোহন সিংহকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব নিয়ে মুখ খোলেনি বিরোধী শিবির বা শাসক শিবিরের কেউ। সম্প্রতি মনমোহন সিংহকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছিলেন কংগ্রেস নেতা বীরাপ্পা মইলিও।