আবু ধাবি: চলতি আইপিএল-এ আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে দু’দলই হেরে গিয়েছে। কলকাতাকে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায় হায়দরাবাদ। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।


আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও হায়দরাবাদ। এর মধ্যে ১০টি ম্যাচ জিতেছে কেকেআর। ৭টি ম্যাচে জয় এসআরএইচ-এর। ফলে পরিসংখ্যান দীনেশ কার্তিকদের পক্ষে। যদিও দু’দলের শেষ পাঁচটি সাক্ষাৎকারে তিনটি ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ। গত মরসুমে হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে শেষবার মুখোমুখি হয় দু’দল। ৯ উইকেটে জয় পায় এসআরএইচ। ২০১৪ সালের আইপিএল-এ সংযুক্ত আরব আমিরশাহিতে অবশ্য দু’দল মুখোমুখি হয়নি। ফলে আবু ধাবিতে আজই কলকাতা-হায়দরাবাদের প্রথম সাক্ষাৎকার।

এবার দেখে নেওয়া যাক দু’দলের লড়াইয়ে ব্যাটসম্যানদের পারফরম্যান্স-

হায়দরাবাদের হয়ে কলকাতার বিরুদ্ধে মোট ৫৩৩ রান করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে, কলকাতার হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে মোট ৪২৬ রান করেন রবিন উথাপ্পা। একটি ম্যাচে সর্বোচ্চ ১২৬ রান ওয়ার্নারের। কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর একটি ম্যাচে ৯০ রানে অপরাজিত থাকেন। একটি ম্যাচে সর্বোচ্চ ২০৯/৩ স্কোর করে হায়দরাবাদ। অন্যদিকে, কলকাতা একটি ম্যাচে সর্বোচ্চ ১৮৩/৪ স্কোর করে।

এবার দেখে নেওয়া যাক বোলারদের সেরা পারফরম্যান্স-

এসআরএইচ-এর হয়ে কেকেআর-এর বিরুদ্ধে মোট ১৯টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে, কলকাতার হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ১১টি উইকেট নেন উমেশ যাদব। একটি ম্যাচে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন হায়দরাবাদের কর্ণ শর্মা। অন্যদিকে, কলকাতার হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ।