নয়া দিল্লি: আজ বছরের শেষ মন কি বাত প্রধানমন্ত্রীর (Prime Minister)। ৯৬ তম মন কি বাত দেশবাসীকে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশ কীভাবে করোনার (Coronavirus) মোকাবিলা করেছে, সে কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি এও বলেন, করোনা মহামারী রুখতেও আয়ুর্বেদ বড় ভূমিকা পালন করতে পারে। আয়ুর্বেদের উপরেও আস্থা রাখতে বলেন দেশবাসীকে। মোদির কথায়, বেশ কয়েকটি দেশে করোনা বাড়ছে, বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। পোলিয়ো দূরীকরণে ভারতের সাফল্যের কথা বলেন, স্মল পক্সের ক্ষেত্রেও ভারতের নিরন্তর লড়াইয়ের কথা ও সাফল্য অর্জনের কথা মনে করিয়ে দেন।
প্রসঙ্গত, দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। দেশে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৪২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৩ জনের। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৮ হাজার ৩০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৬৯ লক্ষ ৬৪ হাজার ৭৬৩।
আরও পড়ুন, করোনা-শঙ্কায় সতর্কবার্তার বহর, রাজ্যে কী অবস্থা ভ্যাকসিনের ?
চিনে (China) দাবানলের মতো ছড়াচ্ছে করোনা। এই অবস্থায়, উদ্বেগে রয়েছে ভারত (India)। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হচ্ছে, বুস্টার ডোজ নিতে। ভারতজুড়েও জারি হয়েছে সতর্কতা। বিমানবন্দরে চলছে নজরদারি। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। জোর দিতে বলা হয়েছে বুস্টার ডোজে। কিন্তু, এই পরিস্থিতিতেও অনেক জায়গাতেই উঠছে, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ। তাঁদের দাবি, বুস্টার ডোজের জন্য আর জি কর হাসপাতালে গেলেও তাঁরা ভ্যাকসিন পাননি।
এছাড়াও এদিন মোদি বলেন-
- ২০২২-এ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থব্যবস্থা
- ২০২২-এর অর্থ প্রতিরক্ষায় ভারতের স্বনির্ভরতা
- ২০২২-মানে আত্মনির্ভর ভারত
- ২০২২-এর তিরঙ্গা অভিযান এক ইতিহাস রচনা করেছে
- ২০২৩ সালে জি-২০ সম্মেলনের আসর বসছে ভারতে
- আজ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন
- বাজপেয়ী দেশকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন