এই উপলক্ষ্যে রাহুলের ট্যুইট, শিক্ষক দিবসে তাঁদের সবাইকে আমার ধন্যবাদ, যাঁদের কাছে বছরের পর বছর শিখেছি। এঁদের মধ্যে আছেন সোস্যাল মিডিয়ার ট্রোল বাহিনী, কিছু সাংবাদিক যাঁদের কোনও না কোনও এজেন্ডা আছে এবং আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা, যাঁদের বিষাক্ত কটাক্ষ-টিপ্পনী, মিথ্যা প্রচার ও ক্রোধ আমায় অনেক শিক্ষা দিয়েছে, অনেক বেশি শক্তিশালী করেছে। রাহুল অবশ্য কারও নাম করেননি।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও শিক্ষক দিবসের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, যা কংগ্রেসের সরকারি ট্যুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, দেশবাসী রাষ্ট্রগঠনে শিক্ষকদের ‘কঠিন শ্রম, অবদানে’র জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।