কলকাতা: মহিলা কিছুদিন আগে জানতে পেরেছেন, একটি নয়, তাঁর গর্ভাশয় দুটি। আর দুটিতেই একটি করে সন্তান রয়েছে। চিকিৎসকদের বক্তব্য, ৫ কোটিতে একবার এমন ঘটনা ঘটে।


মহিলার নাম কেলি ফেয়ারহার্স্ট, বয়স ২৮, বাড়ি ইংল্যান্ডের এসেক্সে। গর্ভাবস্থার ১২ সপ্তাহে তিনি জেনেছেন, তাঁর ইউটেরাস ডিডেলফিস রয়েছে, অর্থাৎ দুটি গর্ভাশয়। দুটিতে এক জোড়া যমজ, যারা দেখতে শুনতে সম্ভবত হুবহু এক হবে। কেলির ইতিমধ্যেই দুটি কন্যা রয়েছে, একজনের বয়স ৪, অন্যজনের ৩। তিনি জানিয়েছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর তাঁকে বলা হয়, সম্ভবত তাঁর গর্ভাশয়ে কিছু সমস্যা রয়েছে, তা সম্পূর্ণ পরিণত নয়। কিন্তু এবার স্ক্যান করে দেখছেন, একটা তো নয়, তাঁর দু’দুটো গর্ভাশয়।

তবে এক সঙ্গে ২ সন্তানের মা হতে চলা কেলি খুব খুশি। ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিচ্ছেন, এক সঙ্গে দুজনের মা হওয়ার সৌভাগ্য পাচ্ছেন বলে। তবে চিকিৎসকরা তাঁকে বলেছেন, তাঁর সম্ভবত দুবার আলাদা আলাদা করে গর্ভযন্ত্রণা শুরু হবে, সিজারিয়ান ডেলিভারি করে সন্তান জন্মের কথা ভাবছেন তাঁরা।

লন্ডনের সেন্ট জর্জেস হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক আসমা খলিল জানিয়েছেন, ইউটেরাস ডিডেলফিস অত্যন্ত দুর্লভ। গর্ভাবস্থায় বহু মহিলার গর্ভাশয়ের আকৃতির পরিবর্তন হয়, তাই এ ধরনের কোনও জটিলতা থাকলেও তা জানা যায় না।