মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে জেরা করলেন মুম্বই পুলিশের আধিকারিকরা। শানুকে বান্দ্রা থানায় জেরা করা হয় বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন ৯) অভিষেক ত্রিমুখে।
সুশান্ত আত্মহত্যা করার পর থেকেই বলিউডে স্বজনপোষণ, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, ঈর্ষা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এমনকী, অনেকে এমনও সন্দেহ প্রকাশ করেছেন, সুশান্ত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে। পেশাগত প্রতিদ্বন্দ্বিতার জন্যই সুশান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন কি না, সেটাও তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ। আরও কয়েকটি প্রোডাকশন হাউসের প্রতিনিধিকে আগামী কয়েকদিনের মধ্যেই জেরা করার জন্য ডেকে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
বলিউডের অন্যতম পরিচিত কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। তিনিই রণবীর সিংহ, অর্জুন কপূর, বাণী কপূরের মতো অভিনেতা-অভিনেত্রীদের যশরাজ ফিল্মসের জন্য বেছে নিয়েছিলেন। তিনি যশরাজ ফিল্মসের ছবি ‘শুদ্ধ দেশী রোম্যান্স’ ও ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করেন।
১৪ জুন সুশান্তকে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তে জানা গিয়েছে। তবে তাঁর মৃত্যুর তদন্ত চলছে। যশরাজ ফিল্মসের সঙ্গে প্রয়াত অভিনেতার চুক্তির প্রতিলিপি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত এই মামলায় ২৪ জনের বয়ান নিয়েছে মুম্বই পুলিশ। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকেও জেরা করা হয়েছে। বিহারের আদালতে আবার রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন সুশান্তের এক অনুরাগী। একই আদালতে সলমন খান, কর্ণ জোহর, একতা কপূরদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টরকে জেরা, চুক্তি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2020 12:12 AM (IST)
আরও কয়েকটি প্রোডাকশন হাউসের প্রতিনিধিকে আগামী কয়েকদিনের মধ্যেই জেরা করার জন্য ডেকে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -