ক্রাইস্টচার্চ: নিউজিল্য়ান্ডে পা রেখেই বিড়ম্বনায় পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ৬ ক্রিকেটার। অভিযোগ, সেদেশের কোভিড বিধি মানছেন না তাঁরা, ৩ থেকে ৪ বার কোভিড প্রোটোকল ভেঙেছেন। আর তাতেই কড়া অবস্থান নিয়েছে নিউজিল্যান্ড সরকার। নিজেদের নিয়মবিধি কার্যকর করাকে তারা কতটা গুরুত্ব দেয়, তাও বুঝিয়ে দিয়েছে। বাধ্য় হয়ে পাক ক্রিকেটারদের সতর্ক করেছেন দেশের ক্রিকেট বোর্ডের কর্তা ওয়াসিম খান।

পাক ক্রিকেটারদের বিরুদ্ধে কী অভিযোগ? সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিউজিল্যান্ডে পৌঁছে প্রথমদিনই এদিক ওদিক ঘুরে বেড়িয়েছেন তাঁরা। ৩ থেকে ৪ বার কোভিড প্রোটোকল ভেঙেছেন বলে অভিযোগ। এরপরই তাঁদের ৬ জন করোনা আক্রান্ত হন। গোটা ঘটনায় ক্ষুব্ধ নিউজিল্যান্ড সরকার। ক্রিকেটারদের সতর্ক হতে বলেছে তারা। নিউজিল্যান্ড ক্রিকেট বৃহস্পতিবার জানিয়েছে, পাকিস্তানের ৬ ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। বিবৃতি জারি করে তারা সতর্ক করেছে পাক ক্রিকেটারদের। একইসঙ্গে তারা বলেছে, সংশ্লিষ্ট ক্রিকেটাররা ক্রাইস্টচার্চে আইসোলেশনে আছেন। কোভিড নিয়মবিধি মানা নিয়ে ওঁদের সঙ্গে কথা বলা হবে। শুধু তাই নয়, আইসোলেশনে থাকাকালীন ক্রিকেট অনুশীলনেও অংশ নিতে পারবেন না তাঁরা।


এরপরই নড়েচড়ে বসে পাক ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সফরগামী পাকিস্তানি ক্রিকেটারদের সতর্ক করেন দেশের ক্রিকেট বোর্ডের কর্তা ওয়াসিম খান। সূত্রের খবর, পাকিস্তানের ওই ৬ ক্রিকেটারকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন ওয়াসিম। সেখানে তিনি বলেছেন, আমি নিউজিল্য়ান্ড সরকারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ৩ থেকে ৪ বার কোভিড প্রোটোকল ভাঙা হয়েছে। ওরা আরও একবার সতর্ক করেছে। এরপর নিয়ম ভাঙলে ওরা আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। আমাদের বাড়ি পাঠিয়ে দিলে তা অত্য়ন্ত অপমানজনক হবে। কারণ এর সঙ্গে দেশের সম্মানের বিষয়টি জড়িত। একইসঙ্গে তিনি বলেছেন,  নিজেদের নিয়মবিধি কার্যকর করা নিয়ে যথেষ্ট ওয়াকিবহল তারা। এটাই শেষ সতর্কবার্তা। স্বাস্থ্য় এবং সুরক্ষা নিয়ে তারা কোনওরকম সমঝোতা করবে না। আমি তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি। ঠিক একই ঘটনা ঘটেছিল ইংল্য়ান্ড সফরেও। তারপর যত ইচ্ছা ঘুরে বেড়িও!