ওয়ানপ্লাস ৮ প্রো আমাজনে কিনলে ১০০০ টাকার ক্যাশব্যাক পাবেন। এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে ৬০০০ টাকার জিও বেনিফিট ও ১২ মাস নো-কস্ট ইএমআইয়ের সুবিধে। ৮জিবি+১২৮জিবি ফোনের দাম ৫৪,৯৯৯ টাকা, ১২জিবি+১২৮জিবির দাম ৫৯,৯৯৯ টাকা।
এই ফোনের ব্যাক প্যানেলে ৪টি ক্যামেরা আছে। ৪৮ মেগাপিক্সলের মেন ক্যামেরায় সোনির লেন্স রয়েছে। ৪৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল ক্যামেরা রয়েছে। সব থেকে নীচে রয়েছে ৫ মেগাপিক্সলের স্পেশাল কালার ফিল্টার ক্যামেরা। এছাড়া আছে ৮ মেগাপিক্সলের হাইব্রিড জুম ক্যামেরা, তাতে ৩০X ডিজিটাল জুম।
এই ফোনের প্রতিযোগিতা হবে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ১০ লাইটের সঙ্গে। স্যামসাং তাদের গ্যালাক্সি ফোনের দাম ৪০০০ টাকা কমিয়েছে। এই স্মার্টফোনের ৬জিবির দাম ৩৭,৯৯৯ টাকা, ৮জিবির দাম ৩৯,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস, ইনফিনিটি ও সুপার এমোলেড ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে এস-পেনের সুবিধে। পারফরম্যান্সের জন্য আছে এক্সিনোস ৯৮১০ প্রসেসর, যা ১০এনএম অক্টা-কোর প্রসেসর। এতে ৮জিবি ও ১২৮জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে।