নয়াদিল্লি: আবারও খুনের হুমকি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি মেসেজ দেওয়া হয় বলে সূত্রের খবর। উত্তরপ্রদেশ পুলিশের ইমার্জেন্সি নম্বর ১১২-এর হোয়াটসঅ্যাপে এই হুমকি আসে। এই নিয়ে বেশকয়েকবার খুনের হুমকি পেলেন যোগী।


জানা গিয়েছে, সুশান্ত গল্ফ সিটি থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও খবর। অভিযুক্তকে গ্রেফতার করতে আলাদা দলও গঠন করা হয়েছে উত্তর প্রদেশ পুলিসের তরফে।


পুলিস সূত্রে খবর, যোগী আদিত্যনাথের উদ্দেশের পাঠানো ওই মেসেজে লেখা হয়েছে 'আপনার হাতে আর চারদিন সময়' এমন মেসেজেই উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশ পুলিসের তরফে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে দিনভর নজরদারি। 


সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ylalwani12345@gmail.com-এই ইমেল আইডি থেকে প্রাণে মেনে ফেলার হুমকি বার্তাটি আসে। জানা যাচ্ছে, ২৯ এপ্রিল ফোন এবং একটি মেসেজ এসেছে। সেখানে বলা হয়, "মুখ্যমন্ত্রীর কাছে আর চার দিনই আছে, এই চারদিনে যা করার করে নিন, ৫ দিন পরে যোগী আদিত্যনাথকে মেরে ফেলা হবে।"


গত মাসেও যোগী আদিত্যনাথ এবং অমিত শাহকে খুনের হুমকি দিয়ে একটি ইমেল আসে সিআরপিএফের কাছে। আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের মারা হবে জানিয়ে  উড়ো ইমেলটি এসেছিল। সিআরপিএফ সূত্রে বলা হয়েছে, প্রায়ই শাহ এবং যোগীকে হত্যার হুমকি দিয়ে ওই মেল আসে তাঁদের কাছে। অন্যদিকে ২০২০-তে খোদ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়েও একটি ইমেল এসেছিল NIA-এর কাছে।


উল্লেখ্য, আগের বছর সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বরে যোগীকে খুনের হুমকি দিয়ে একাধিক থ্রেট কল আসতে থাকে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জেড প্লাস VVIP নিরাপত্তা দেওয়া হয়েছিল ২০১৭-তে।


যোগীর সঙ্গে সর্বদাই ২৫-২৮ জন সশস্ত্র কমান্ডো থাকেন। তবু বারবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিতে কার্যত আতঙ্ক ছড়িয়েছে। নড়েচড়ে বসেছে সে রাজ্যের পুলিশ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।