ইউহান: গোটা বিশ্বকে ঘরে পুরে দেওয়া করোনাভাইরাসের প্রকোপ চিনে প্রায় শেষের মুখে। তাদের সরকারি স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় মাত্র একজনের শরীরে নতুন করে ধরা পড়েছে করোনা। ন্যাশনাল হেলথ কমিশনের রিপোর্ট বলছে, গতকাল পর্যন্ত চিনে করোনা আক্রান্তের সংখ্যা ৮২,৮৭৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন মাত্র আক্রান্ত হয়েছেন, কারও মৃত্যু হয়নি এই সময়ে। আর যিনি করোনা আক্রান্ত হয়েছেন তিনিও চিনা নন, বিদেশি। চিনে এখনও করোনা আক্রান্ত হয়ে ৪,৬৩৩ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ৭৭,৬৮৫ জন করোনা রোগী। অতিমারীর ভরকেন্দ্র ইউহান থেকে গত ২৮ দিনে একজনেরও করোনা আক্রান্ত হওয়ার খবর মেলেনি। হুবেই শহরে করোনা সংক্রান্ত জরুরি অবস্থা সর্বোচ্চ স্তর থেকে একধাপ নীচে নামানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই স্তর নামিয়ে দেওয়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিনের সাফল্যের প্রতীক।