নয়াদিল্লি : যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল (Israel) থেকে ফিরলেন আরও ২৭৪ জন ভারতীয়। দিল্লিতে ফিরল অপারেশন অজয়ের (Operation Ajay) চতুর্থ বিমান। তেল আভিভ (Tel Aviv) থেকে রবিবার বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয় এই ২৭৪ জনকে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী ভি কে সিং। ইজরায়েল থেকে ফেরা ভারতীয়দের সঙ্গে কথা বলেন তিনি। প্রত্যেক যাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দেন।  


সর্বশক্তি দিয়ে হামলা চালাচ্ছে ইজরায়েল। তার ফলে, গাজার অন্দরে চূড়ান্ত অস্থিরতার ছবি। হামাসের নির্দেশ উপেক্ষা করে, প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন প্যালেস্তিনিয়রা। গৃহহীন লক্ষাধিক মানুষ। মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের দামামা বেজে গেছে। লেবাননের পর ইরানও হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইজরায়েল। সিরিয়ার মাধ্যমে হামলা চালানোর আশঙ্কা রয়েছে। এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধে অব্যাহত মৃত্যুমিছিল। গাজায় গ্রাউন্ড অপারেশনে নেমে পড়েছে ইজরায়েল।


 






এই আবহে ইজরায়েল থেকে আরও দ্রুত 'অপারেশন অজয়'-এ ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। রাস্তা পরিবহন ও সড়ক দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং জানান, "ইজরায়েলের এই পরিস্থিতির জন্য ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও বিমান পাঠানো হবে। এটা চতুর্থ উড়ান। একাধিক কারণে আরও বিমানের আশা করা হচ্ছে। কারণ, কোনও কিছু ভারতীয়দের আঘাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক বিস্ময় কাটিয়ে, ইজরায়েলও নিজেদের গুছিয়ে নিচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তবে, ইজরায়েলে একটা ভীতি ও প্রস্তুতির ভয় রয়েছে। আমাদের লোকজন ভয় পাচ্ছেন, তাঁরা যেন অপ্রয়োজনে সেখানে বোঝা হয়ে না দাঁড়ান। " 


প্রসঙ্গত, ইজরায়েলের পাল্টা প্রত্যাঘাতে গাজায় ২২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। ইজরায়েল হামাসকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে। আমেরিকা-সহ পশ্চিমের একাধিক সরকার হামাসকে জঙ্গি সংগঠন, তথা আইএস গ্রুপের সমমনোভাবাপন্ন বলে অভিযোগ করেছে। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, গাজায় ইতিমধ্যেই ১৩০০-র বেশি বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালের কর্মীরা, নিহত ও আহতদের দেখতে দেখতে শিহরিত হয়ে উঠছেন।


ইজরায়েলের টার্গেট এখন হামাস নিয়ন্ত্রিত গাজা! ঘিরে ফেলা হয়েছে গাজা সীমান্ত। আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি বায়ুসেনার ফাইটার জেট। মারকাওয়া ট্যাঙ্ক থেকে হামাসের ডেরা লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গোলাবর্ষণ! আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে, গাজা সীমান্তে আরও মারণাস্ত্র মোতায়েন করছে ইজরায়েল।