শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি।


সংবাদসংস্থা জানিয়েছে, বুধবার সকালে কাশ্মীরের শোপিয়ান জেলায় অপারেশন মেলাহুরায় ওই জঙ্গিরা খতম হয়েছে। ভারতীয় বাহিনীর তরফেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। শেষ খবর মেলা পর্যন্ত, জঙ্গিদমন অভিযান এখনও চলছে।





সেনার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে গতকাল রাতে খবর আসে যে, মেলাহুরায় কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করে বাহিনী। জওয়ানদের দেখতে পেয়েই গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। ঘটনাস্থলেই ২ জঙ্গি মারা যায়। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।


এর আগে, গত ১৭ তারিখও এই জেলার দাইরু কিগাম গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। তারও আগে, চলতি মাসের গোড়ায় নিয়ন্ত্রণরেখার কাছে কেরন সেক্টরের রন্দোরি বেহকে সেনা-জঙ্গি সংঘর্ষে পাঁচ জঙ্গি খতম হয়। ওই অভিযানে মারা যান সেনার প্যারা স্পেশাল ফোর্সের পাঁচ কমান্ডোও।