Operation Sindoor: ভারতের এয়ার স্ট্রাইকে গত ৭ মে, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নিকেশ হয়েছিল বেশ কয়েকজন জঙ্গি। এবার তাদের পরিচয় প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা পিটিআই এক্স মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৭ মে রাতে হয়েছিল অপারেশন সিঁদুর। ১টা ৫ মিনিট থেকে ভারতের মিডনাইট এয়ার স্ট্রাইক শুরু হয়। ২৫ মিনিটের নিখুঁত অপারেশন। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই তালিকায় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি ছিল। 

সংবাদসংস্থা পিটিআই ৫ জঙ্গির পরিচয় প্রকাশ করেছে, যাদের সেদিন মৃত্যু হয়েছে 

  • মুদাসসর খাদিয়ান খাস ওরফে মুদাসসর ওরফে আবু জুন্দাল - লস্কর-ই-তৈবার সদস্য। পাকিস্তানের মুরিদকে-তে গুঁড়িয়ে যাওয়া লস্করের ঘাঁটি মারকজ তৈবার ইন-চার্জ ছিল এই মুদাসসর। 
  • হাফিজ মহম্মদ জামিল - জইশ-ই-মহম্মদের সদস্য। মৌলানা মাসুদ আজহারের নিকট আত্মীয় এই হাফিজ। বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের যে হেডকোয়ার্টার ভারত অপারেশন সিঁদুর- এ গুঁড়িয়ে দিয়েছিল, সেই মারকজ সুভান আল্লাহ্‌- র ইন-চার্জ ছিল সে। তরুণদের উগ্র-মতবাদে উদ্বুদ্ধ করা এবং জইশ-ই-মহম্মদের জন্য টাকা জোগাড়ে সক্রিয়ভাবে যুক্ত ছিল হাফিজ মহম্মদ জামিল। 
  • মহম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদ জি ওরফে মহম্মদ সেলিম ওরফে ঘোসি সাহাব - জইশ-ই-মহম্মদের সদস্য। মৌলানা মাসুদ আজহারের আত্মীয় এই জঙ্গিও। জইশের হয়ে জঙ্গি প্রশিক্ষণ দিত এই ব্যক্তি। জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি হামলার যুক্ত ছিল এই মহম্মদ ইউসুফ আজহার। আইসি-৮১৪, কান্দাহার বিমান অপহরণের ঘটনাতেও মোস্ট ওয়ান্টেড ছিল মহম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদ জি। 
  • খালিদ ওরফে আবু আকাশা - লস্কর-ই-তৈবার সদস্য। জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি হামলায় যুক্ত ছিল এই খালিদ। আফগানিস্থান থেকে অস্ত্র পাচারেও জড়িয়েছিল এর নাম। 
  • মহম্মদ হাসান খান - জইশ-ই-মহম্মদের সদস্য এই জঙ্গি। এই হাসান খান জইশ-ই-মহম্মদের অপারেশনাল কমান্ডার (পাক অধিকৃত কাশ্মীরের) মুফতি আসগর খান কাশ্মীরি- র ছেলে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জঙ্গি হামলার পিছনে অন্যতম মাথা ছিল এই হাসান খান।