Operation Sindoor: 'এবার যদি পাকিস্তান কোনও পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে পাকিস্তান জানে আমরা কী করব', অপারেশন সিঁদুর নিয়ে শনিবারের সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ। ভারতীয় নৌসেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশনস এদিনের বৈঠকে সাফ বার্তা দিয়েছেন যে পাকিস্তানের তরফ থেকে কোনও রকম আক্রমণাত্মক পদক্ষেপকে রেয়াত করবে না ভারত। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। তিনিও জানিয়েছেন, সন্ত্রাসবাদ রুখতে ভারত জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।
অপারেশন সিঁদুর নিয়ে শনিবার সেনা, নৌসেনা এবং বায়ুসেনার তরফে যে স্পেশ্যাল ব্রিফিং করা হয়েছে, সেখানে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এয়ার মার্শাল এ কে ভারতী এবং ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ বলেছেন, 'নিহতদের পরিবারের যন্ত্রণা অপরিসীম। জঙ্গি ও ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর। সন্ত্রাসবাদ রুখতে ভারতের জিরো টলারেন্স ভূমিকা থাকবে। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহকে গণহত্যা করা হয়েছে। জবাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি গুলিতে হামলা করাই লক্ষ্য ছিল ভারতীয় সেনার। অপারেশন সিঁদুরে নিহত ১০০-র বেশি জঙ্গি। ভারত পাকিস্তানের সাধারণ নাগরিক কিংবা সামরিক পরিকাঠামোয় আঘাত না হানলেও, ভারতের ধর্মীয় স্থানে হামলা চালায় পাকিস্তান। সীমান্তের গ্রামে ও গুরুদ্বারে হামলা পাকিস্তানের। যদিও খুব সতর্কভাবে টার্গেট ঠিক করেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের লক্ষ্য খুব স্পষ্ট। ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা, ১০০-এর বেশি জঙ্গি নিহত। মুরিদকেতে জঙ্গি ঘাঁটি হামলা চালায় বায়ুসেনা। মুরিদকেতে লস্করের জঙ্গি ঘাঁটি ছিল। যাতে বড় ধরনের ক্ষতি হয়, এভাবেই হামলা চালিয়েছে বায়ুসেনা। বাহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে হামলা, সতর্ক ভাবে টার্গেট করে বায়ুসেনা। জবাবে লাহোরে পাক রেডার ধ্বংস ভারতের। এই পরিস্থিতিতেও যাত্রীবাহী বিমান বন্ধ করেনি পাক। তারপরেও আমাদের জবাবে কোনও যাত্রীবাহী বিমানের ক্ষতি হয়নি। পাকিস্তান ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। পাক সেনা ছাউনি, পাক নাগরিকদের টার্গেট করেনি ভারত। ৭ মে পাক সেনার পর হামলা নয়, শুধু জঙ্গি ঘাঁটিতেই ওপর হামলা। সেনার তৎপরতায় পাকিস্তানের একটি চেষ্টাও সফল হয়নি। ৮ মে পাকিস্তানের দিকে থেকে ধাঁকে ধাঁকে ড্রোন উড়ে আসে, সব ড্রোন নিষ্ক্রিয় করা হয়। এয়ার ডিফেন্স সিস্টেম ও গরুড় স্নাইপার দিয়ে পাক ড্রোন ধ্বংস। নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে পাক সেনা। ভবিষ্যতে পাক আক্রমণ হলে ভারতীয় সেনার কড়া প্রত্যুত্তর। হামলার হলেই প্রত্যাঘাত। পাক হামলার পর ভারত সাগরে মহড়া নৌবাহিনীর। আরব সাগরে মহড়া নৌবাহিনীর। সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে গতকাল পাক ডিজিএমও-র সঙ্গে কথা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। ফের ড্রোন হামলা চালায় পাকিস্তান।'