নয়া দিল্লি: সংঘর্ষবিরতি ভেঙে শনিবার ফের গুলি চালিয়েছে পাকিস্তান। রাতের অন্ধকারে জম্মুর আর এস পুরার সুচেতগড় গ্রামে এক বাসিন্দার বাড়ির চৌহদ্দিতে এসে পড়ে পাক মর্টার। যে ঘটনায় এখনও আতঙ্কে গ্রামবাসীরা। পাল্টা আঘাত হেনেছে ভারতও। এই গুলির লড়াইয়ে পাকিস্তানের গোলায় মৃত্যু হয়েছে এক বিএসএফ কনস্টেবলের। এর আগে শনিবার, জম্মুর এই আর এস পুরাতেই পাক সেনার গোলায় নিহত হয়েছিলেন BSF-এর সাব ইনস্পেক্টর মহম্মদ ইমতিয়াজ।                                                                                 

বিএসএফ জম্মুর তরফে এক্স হ্যান্ডেলে জানান হয়েছে, ১০ মে জম্মুর আর এস পুরাতে ভারত-পাক গুলির লড়াইয়ে বিএসএফ এর কনস্টেবল দীপক চিমনগাখাম গুরুতর আহত হয়েছিলেন। ১১ মে তাঁর মৃত্যু হয়। শহিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বিএসএফ ডিজি। পালৌরাতে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। 

উল্লেখ্য, সংঘর্ষ বিরতি ঘোষণার দিনই পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ হয়েছেন BSF সাব ইনস্পেক্টর মহম্মদ ইমতিয়াজ। জম্মুর আর এস পুরায় পাকিস্তানের গোলাগুলির যোগ্য জবাব দিতে গিয়েই প্রাণ হারিয়েছেন তিনি। জম্মুর পালোরায় ফ্রন্টিয়ার হেড কোয়ার্টারে নিহত বীর সেনাকে শ্রদ্ধা জানানো হয়। শনিবার সকালে রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন স্থানীয় অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার। 

২২ এপ্রিল, এই কাশ্মীরেই পর্য়টকদের রক্তে ভিজে গিয়েছিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। সেই ঘটনার প্রত্যাঘাতে, গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপর পেরিয়ে গেছে ১৯ দিন। কিন্তু এখনও অশান্ত পরিস্থিতি।  

'অপারেশন সিঁদুর' এখনও জারি রয়েছে, এই পরিস্থিতিতে নির্লজ্জ পাকিস্তানকে যোগ্য জবাব দিতে কী পদক্ষেপ নেয় সেনা, সেদিকে তাকিয়ে দেশ।