Operation Sindoor: ভারতের অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহারের। এই আবদুল রউফ আজহার ছিল জইশের অপারেশন কম্যান্ডার। কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড ছিল মাসুদ আজহারের এই ভাই। আরও নৃশংস হত্যাকাণ্ডের পিছনে হাত ছিল আবদুল রউফ আজহারের। ইহুদি মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের অপহরণ, অত্যাচার এবং মুণ্ডচ্ছেদ করে হত্যার পিছনে দায়ী ছিল মাসুদ আজহারের এই ভাই। ভারতের প্রত্যাঘাতে তার মৃত্যুর পর পহেলগাঁও জঙ্গি হামলায় নিহদের পাশাপাশি ন্যায়-বিচার পেয়েছেন সাংবাদিক ড্যানিয়েল পার্লও।
২০০২ সালে পাকিস্তানের করাচি থেকে অপহৃত হন ড্যানিয়েল। সেখানেই খুন করা হয় তাঁকে। সেই সময় দ্য ওয়াল স্ট্রিল জার্নালের হয়ে কর্মরত ছিলেন তিনি। ঘটনার ২৩ বছর পর অবশেষে এল বিচার। সুবিচার পেলেন ড্যানিয়েল পার্লের পরিবার। ২০০২ সালের ২৩ জানুয়ারি পাকিস্তানে অপহৃত হন ড্যানিয়েল। তাঁকে যে নৃশংস ভাবে মুণ্ডচ্ছেদ করে খুন করা হয়েছিল, সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। শিউরে উঠেছিলেন সকলেই। শোনা যায়, ইসলামিক উগ্রপন্থা নিয়ে গবেষণা করছিলেন ড্যানিয়েল। সেই সূত্রেই এক ধর্মীয় নেতার সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, একটি ক্যাফের কাছ থেকে অপহরণ করা হয় এই ইহুদি মার্কিন সাংবাদিককে। সূত্রের খবর, যাঁরা তাঁকে অপহরণ করেছিল তাঁরা ড্যানিয়েলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে। অপহরণকারীরা দাবি করে, তারা পাকিস্তানের সার্বভৌমত্ম পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছিল। এই অপহরণকারী দল, মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সময় বন্দি থাকা পাকিস্তানিদের মুক্তিও দাবি করে।
আগেই জানা গিয়েছে, অপারেশন সিঁদুর- এ মৃত্যু হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যের। মৃত্যু হয়েছে মাসুদের চারজন সহকারীরও। তখনই জানা গিয়েছিল, মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহার ভারতের প্রত্যাঘাতে গুরুতর জখম হয়েছে। এবার প্রকাশ্যে এসেছে তার মৃত্যুর খবর।
অপারেশন সিঁদুরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশের ঘাঁটির। তবে শুধু ঘাঁটি নয়, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের গোটা হেডকোয়ার্টারই উড়িয়ে দিয়েছে ভারত। বাহওয়ালপুরে জইশের মূল ডেরায় চলেছে অপারেশন সিঁদুর। আর তাতে, মৃত্যু হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের সহযোগী ও পরিবারের সদস্য় সহ ১৪ জনের। কিন্তু তাতে আফশোস বা হতাশা, কোনওটাই নেই বলে প্রতিক্রিয়া দিয়েছেন জইশ প্রধান মাসুদ আজহার।
মঙ্গলবার রাত ১টা ৫ মিনিট নাগাদ পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। এই তালিকায় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার এবং একাধিক ঘাঁটি রয়েছে। বেছে বেছে শুধু জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারত।