Operation Sindoor: সৈয়দ আদিল হুসেন। ২২ এপ্রিলের পর থেকে এই নাম অনেকেই জানেন। সৈয়দ ছিলেন পহেলগাঁওয়ের বাসিন্দা। যুবক পেশায় ছিলেন টাট্টু ঘোড়ার চালক। পর্যটকদের নিয়ে যেতেন বৈসারন উপত্যকায়। ২২ এপ্রিলও গিয়েছিলেন সৈয়দ। আচমকা যখন জঙ্গিরা পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করেছিল, তখন নিজের জীবনের তোয়াক্কা না করে, জঙ্গিদের দিকে এগিয়ে গিয়েছিলেন সৈয়দ। চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন কেন তারা গুলি চালাচ্ছে। এক জঙ্গির হাত থেকে কেড়ে নিতে চেয়েছিলেন রাইফেল। আর এত সাহস দেখানোই কাল হয়েছিল সৈয়দের জীবনে। চোখের নিমেষে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল কাশ্মীরি যুবকের প্রাণ। যেখানে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের গুলি করে খুন করেছিল, সেখানে সৈয়দ ছিলেন একমাত্র মুসলিম। পর্যটকদের বাঁচাতে গিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছিলেন তিনি।
পহেলগাঁও হামলার ১৫ দিন পর প্রত্যাঘাত করেছে ভারত। অভিযানে কোডনেম 'অপারেশন সিঁদুর'। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাবাহিনী বদলা নেওয়ার খুশি সৈয়দের পরিবার। নিহতের বাবা হায়দার শাহ কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের প্রতি। তিনি এও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা ছিল যে তিনি বদলা নেবেন। সেটাই হয়েছে। সৈয়দের বাবার কথায়, 'আমি খুশি যে সেনাবাহিনী, সরকার ছেলের বদলা নিয়েছে। পর্যটকদের বদলাও নিয়েছে। আর যেন কখনও এমন ঘটনা না হয়। মানুষ হত্যা কখনও মানবতার নিদর্শন হতে পারে না। কোনও ধর্মে কোথাও একথা লেখা নেই।' প্রত্যাঘাতের পর আদিলের বাবা বলছেন 'ইনসাফ' পেয়েছেন।
'অপারেশন সিঁদুর'- এর সাফল্যের পর খুশি আদিলের দাদা সৈয়দ নওশাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এও জানিয়েছেন, দুঃখের মধ্যেও এই বদলা নেওয়ার ঘটনায় আজ তিনি খুশি। সাধারণ, নিরীহ লোকেদের যেভাবে মারা হয়েছিল, তার যে এভাবে বদলা নেওয়া হয়েছে, তাতে খুশি নওশাদ। তিনি এও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উপর ভরসা ছিল তাঁর। তিনি করে দেখিয়েছেন। এভাবে নিরীহ মানুষদের যেন আর হত্যা না করা হয়, সেই কথাও বলেছেন নিহত সৈয়দ আদির হুসেনের দাদা সৈয়দ নওশাদ। সেনাবাহিনীর এই পদক্ষেপে তিনি যে গর্ব অনুভব করছেন, তাঁর ভাইয়ের মৃত্যুর যে বদলা নেওয়া হয়েছে, সেকথাও বারবার বলেছেন তিনি।