নয়াদিল্লি : 'অপারেশন সিঁদুর'-এ ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান মিরাজ। আজ এই বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দেওয়া হল ভারতের তরফে। ভারতীয় সেনার শেয়ার করা একটি ভিডিওয় পাকিস্তানি মিরাজের ধ্বংসাবশেষ দেখা গেছে। এদিন রাজধানীয় বুকে উচ্চস্তরীয় সাংবাদিক বৈঠকে 'অপারেশন সিঁদুর'-এর বিস্তারিত বর্ণনা দেন ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর সিনিয়র কমান্ডাররা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর প্রত্যাঘাতে গত ৭ মে এই অপারেশন চালায় ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগসূত্রর কথা জানিয়েছে।

এদিন যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন মিলিটারি আপেরশনস-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশনস এয়ার ভাইস মার্শাল একে ভারতী এবং নৌ-অপারেশনস-এর ডিজি ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ।

সাংবাদিক বৈঠকে এয়ার ভাইস মার্শাল একে ভারতী বলেন, "আমাদের যুদ্ধ-প্রমাণিত সিস্টেমগুলি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আরেকটি উল্লেখযোগ্য দিক হল- দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ সিস্টেমের অসাধারণ পারফরম্যান্স। গত দশকে ভারত সরকারের বাজেট এবং নীতিগত সহায়তার কারণেই শক্তিশালী এডি পরিবেশকে একত্রিত করা এবং কার্যকর করা সম্ভব হয়েছে।"

 

মাত্র ২৫ মিনিট চালানো হয়েছিল অপারেশন সিঁদুর। ৭ মে কাকভোরে এই অভিযান চালানো হয়। এতে নয়টি নিশ্চিত জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। যার মধ্যে চারটি পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতে, এই অভিযানে ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে এবং লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত একাধিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান জুড়ে ভারতীয় সামরিক স্থাপনা এবং সীমান্তবর্তী শহরগুলিকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার ফলে চণ্ডীগড়, জয়সলমের এবং পাঠানকোট-সহ একাধিক শহরে বিমান হামলার সাইরেন এবং ব্ল্যাকআউট শুরু হয়।

ভারত উধমপুর, আদমপুর, পাঠানকোট এবং ভুজে স্থাপনাগুলির সীমিত ক্ষতির কথা জানিয়েছে। পাঞ্জাবের ফিরোজপুরে অসামরিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একজন সরকারি কর্মচারী ড্রোন হামলায় নিহত হয়েছেন।