জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন টেক সাইটে দেখা যাচ্ছিল ফোনের গোপন ছবি। এবার সব প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ২০ এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo A74 5G।
5G বাজেট ফোনের বাজার ধরতে অন্যেরা ঝাঁপিয়েছে আগেই। পিছিয়ে থাকেনি চিনা ব্র্যান্ড Oppo। এবার ভারতীয় 5G মোবাইলের বাজেট বাজারে নামছে সংস্থা। কোম্পানির তরফে জানানো হয়েছে, ভারতীয় ক্রেতাদের বাজেট ফ্রেন্ডলি 5G ফোন উপহার দিতেই নতুন মডেল আনছেন তারা। ইতিমধ্যেই থাইল্যান্ডের কম্বোডিয়ায় নতুন ফোন বাজারে এনেছে Oppo।
তবে সেই ফোনের সঙ্গে স্পেসিফিকেশনে সামান্য পরিবর্তন থাকবে ভারতীয় মডেলের। Oppo A93 5G-র মতোই স্পেসিফিকেশন থাকবে এই ফোনে। দেশের ফোন বাজারের হাল হকিকত বলছে, ইতিমধ্যেই সস্তায় 5G ফোন এনেছে Realme। Narzo 30 Pro ছাড়াও রয়েছে x7-এর মতো মডেল। ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন।
ভারতীয় বাজারে 5G ফোন আনলেও সেরকম সাড়া ফেলতে পারেনি Oppo। এবার A74 5G নিয়েই প্রতিযোগিতায় নামতে চাইছে তারা। ইতিমধ্যেই নিজেদের সাইটে ফোনের টিজার ছেড়েছে অ্যামাজন। ৯০ হার্টজ ডিসপ্লের পাশাপাশি হাইপো কালার টেকনোলজি নিয়ে এসেছে এই চিনা ব্র্যান্ড। কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন এই কালার টেকনোলজির জন্য সবকিছুর প্রকৃত রঙ দেখতে পাবে ক্রেতা।
ইউটিউবার তথা বিভিন্ন টেক সাইটের খবর অনুযায়ী, নতুন এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। যা 5G সাপোর্ট করবে। ৬ জিবি র্যামের পাশাপাশি ফোনে থাকবে ১২৮ জিবির স্টোরেজ ক্ষমতা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। সব মিলিয়ে ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি ছাড়াও রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে ১৮০ গ্রাম ওজন হতে পারে Oppo A74 5G-র।
5G বাজেট ফোনের বাজার ধরতে অন্যেরা ঝাঁপিয়েছে আগেই। পিছিয়ে থাকেনি চিনা ব্র্যান্ড Oppo। এবার ভারতীয় 5G মোবাইলের বাজেট বাজারে নামছে সংস্থা। কোম্পানির তরফে জানানো হয়েছে, ভারতীয় ক্রেতাদের বাজেট ফ্রেন্ডলি 5G ফোন উপহার দিতেই নতুন মডেল আনছেন তারা। ইতিমধ্যেই থাইল্যান্ডের কম্বোডিয়ায় নতুন ফোন বাজারে এনেছে Oppo।
তবে সেই ফোনের সঙ্গে স্পেসিফিকেশনে সামান্য পরিবর্তন থাকবে ভারতীয় মডেলের। Oppo A93 5G-র মতোই স্পেসিফিকেশন থাকবে এই ফোনে। দেশের ফোন বাজারের হাল হকিকত বলছে, ইতিমধ্যেই সস্তায় 5G ফোন এনেছে Realme। Narzo 30 Pro ছাড়াও রয়েছে x7-এর মতো মডেল। ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন।
ভারতীয় বাজারে 5G ফোন আনলেও সেরকম সাড়া ফেলতে পারেনি Oppo। এবার A74 5G নিয়েই প্রতিযোগিতায় নামতে চাইছে তারা। ইতিমধ্যেই নিজেদের সাইটে ফোনের টিজার ছেড়েছে অ্যামাজন। ৯০ হার্টজ ডিসপ্লের পাশাপাশি হাইপো কালার টেকনোলজি নিয়ে এসেছে এই চিনা ব্র্যান্ড। কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন এই কালার টেকনোলজির জন্য সবকিছুর প্রকৃত রঙ দেখতে পাবে ক্রেতা।
ইউটিউবার তথা বিভিন্ন টেক সাইটের খবর অনুযায়ী, নতুন এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। যা 5G সাপোর্ট করবে। ৬ জিবি র্যামের পাশাপাশি ফোনে থাকবে ১২৮ জিবির স্টোরেজ ক্ষমতা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। সব মিলিয়ে ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি ছাড়াও রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে ১৮০ গ্রাম ওজন হতে পারে Oppo A74 5G-র।