নয়াদিল্লি : গোটা দেশের নজরে বিরোধী জোট ইন্ডিয়া-র চতুর্থ বৈঠক (Opposition I.N.D.I.A Meet)। দুপুরে নয়াদিল্লির অশোকা হোটেলে বৈঠক বসতে চলেছে। যে বৈঠকে যোগ দেবেন ২৬ টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এমনিতেই দোরগোড়ায় লোকসভা ভোট (Lok Sabha Election)। সেই প্রেক্ষিতে আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই প্রেক্ষিতে একবার দেখে নেওয়া যাক, দেশে লোকসভা ভোটের প্রাক্কালে শাসকের বিরুদ্ধে আর কতবার জোট বেঁধেছিলেন বিরোধীরা ? কী-ই বা হয়েছিল সেই জোটগুলির ভাগ্য।


সূত্রের খবর, ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে আসন সমঝোতা এবং প্রচার কৌশল নিয়ে আলোচনা হবে। মাঝে একটি বৈঠক বাতিলের পর প্রায় সাড়ে তিনমাস পরে বসছে বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক। মাঝে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য জোটের বৈঠক হয়নি। চলতি বছরের জুনে প্রথম বৈঠক হয় পাটনায়। দ্বিতীয় বৈঠক ব্য়াঙ্গালোর এবং তৃতীয় বৈঠক হয়েছিল মুম্বইয়ে। যারপর এবার বৈঠক নয়াদিল্লিতে। 


প্রসঙ্গত, ১৯৭৭-এ জরুরি অবস্থার পর এবং ১৯৮৯-এ বফর্স কেলেঙ্কারির পর লোকসভা ভোটের আগে বিরোধী জোট তৈরি হয়েছিল। ১৯৭৭-এ জরুরি অবস্থার পর ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) বিরুদ্ধে জোট তৈরি হয়েছিল জনতা পার্টির নেতৃত্বে। আর ১৯৮৯ সালে রাজীব গাঁধীর (Rajib Gandhi) বিরুদ্ধে তৈরি হয়েছিল বিশ্বনাথ প্রতাপ সিংহের রাষ্ট্রীয় মোর্চা। যদিও কোনওবারই জোট-সরকার দু-আড়াই বছরের বেশি টেকেনি।


অন্য়দিকে, ২০০৪-এ ইউপিএ (UPA-1) জোট তৈরি হয়েছিল নির্বাচনের পরে। কংগ্রেসের নেতৃত্বে সেই ইউপিএ জোট দশ বছর ক্ষমতায় ছিল। এবার শেষ অবধি কী হবে ? আদৌ কি বিরোধীরা নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কোনও টক্কর দিতে পারবে ? না কি ভোটের আগেই মুখ কে হবে তা নিয়েই খেয়োখেয়ি চলবে ? 


কয়েকমাস আগে কর্ণাটকে বিজেপি হারিয়ে কংগ্রেস ক্ষমতা দখলের পর বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে খানিক অ্যাডভান্টেজ পেয়েছিল হাত শিবির। যদিও গত কয়েকটি বিধানসভা নির্বাচনে তাদের ভরাডুবির জেরে ফের খানিকটা পিছিয়ে পড়েছে তারা। রাজস্থান, ছত্তিশগড়ের মতো রাজ্য বিজেপি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর কংগ্রেস তথা রাহুল গাঁধীকে বিরোধী জোটের মুখ করা নিয়ে তৈরি হয়েছে ভাবনা-বিভাজন। ইন্ডিয়া বৈঠকে কোনও সমাধানসূত্র কী বেরিয়ে আসবে ? নাকি আরও পাকাবে জট ? সারা দেশের রাজনৈতিক মহলের নজর আপাতত সেদিকেই।


আরও পড়ুন- আডবাণী-জোশিকে যোগ না দেওয়ার অনুরোধ, রাম মন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রিত তালিকায় কারা ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে