বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এবার সরকারের বিরুদ্ধে সংসদে (Parliament Monsoon Session 2023) অনাস্থা প্রস্তাব আনার(No Confidence Motion) পরিকল্পনা করছেন বিরোধীরা (INDIA), খবর সূত্রে। 'বিরোধীদের কাজ প্রতিবাদ করা, ওঁরা তা করুন। আপনারা নিজেদের কাজে মনোযোগ দিন', বিজেপি সাংসদদের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সংসদ অধিবেশনে যা চলছে...
মণিপুরের ঘটনা নিয়ে আজও সংসদের দু'কক্ষে তুমুল হইচই হয়। ফলে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। পাশাপাশি সাসপেন্ড হয়ে যাওয়া আপ সাংসদ সঞ্জয় সিংহকে ঘিরেও বাকবিতণ্ডা হয় রাজ্যসভায়। সেখানেও কিছুক্ষণের জন্য মুলতুবি রাখা হয় অধিবেশন। আপাতত যা বোঝা যাচ্ছে, তাতে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন বিরোধীরা। পাশাপাশি মণিপুরের পরিস্থিতিতে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতেও অনড় রয়েছেন তাঁরা। বস্তুত, মণিপুর-ইস্যুতে যে কেন্দ্রের বিজেপি সরকারকে বিরোধীরা চেপে ধরতে পারেন, তা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল। অধিবেশন শুরুর আগেই মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো ও শ্লীলতাহানির ঘটনার কড়া নিন্দা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। তার আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে ফোন করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রের তরফে এও দাবি করা হয়েছে যে মণিপুর নিয়ে আলোচনায় রাজি রয়েছে সরকার। কিন্তু বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীকেই এই নিয়ে সংসদে বিবৃতি দিতে হবে। গত কাল অর্থাৎ সোমবার রাত ১১টা থেকে সংসদের বাইরে অবস্থান করছেন বিরোধী শিবিরের সাংসদরা। সেই অবস্থান বিক্ষোভে একযোগে শামিল হয়েছে আম আদমি পার্টি, কংগ্রেস, তৃণমূল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অতি সম্প্রতিই বিজেপি বিরোধী INDIA জোটে সিলমোহর পড়েছে। বিরোধী শিবিরের সাংসদদের হাতে সেই মর্মে প্ল্যাকার্ডও চোখে পড়ে, যাতে লেখা ছিল, 'INDIA for Manipur', 'ঘৃণার বিরুদ্ধে INDIA'।
প্রেক্ষাপট...
বিগত দু'মাসেরও বেশি সময় ধরে হিংসা, অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। প্রায় ৫০ হাজার মানুষ ঘরছাড়া। নিত্যদিন মহিলাদের বিরুদ্ধে চরম নৃশংস আচরণের ঘটনা সামনে আসছে। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি নিয়ে বিবৃতি দিতে হবে বলে দাবি তুলে আসছেন বিরোধীরা। সংসদেও একই দাবিতে সরব হয়েছেন তাঁরা। কিন্তু মণিপুর ইস্যুতে বার বার আলোচনা স্থগিত করে দেওয়া হয়েছে। তাতেই রাতভর অবস্থান। গত সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলে কংগ্রেস। তারা জানায়, মণিপুরের সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছে INDIA. কিন্তু সরকারের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হচ্ছে বার বার। তার জন্যই তৃতীয় দিনের জন্যও সংসদের কাজকর্ম এগোয়নি। মণিপুর নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিসও দেন বিরোধী শিবিরের সাংসদরা, যাতে সময় বেঁধে না দিয়ে সব দলকে নিজ নিজ বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়। কিন্তু সরকারের দবি, ইচ্ছাকৃত ভাবেই সংসদকে অচল করে রাখছেন বিরোধীরা।
আরও পড়ুন:স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS