কলকাতা : মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও নাম করে, কখনও না করে রাহুল গাঁধীকে নিশানা করেছেন দু'জনই। এবার সেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই রাহুল গাঁধীর সঙ্গে বৈঠক করতে, কাকভোরে পৌঁছে গেলেন দিল্লিতে তাঁর ঠিকানায়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি প্রদেশ কংগ্রেস (Congress)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)। সবমিলিয়ে কোন পথে এগোবে রাজ্য ও দেশের রাজনীতি, লোকসভা ভোটের আগে সেদিকেই নজর সকলের।


কথায় বলে রাজনীতি সম্ভাবনার শিল্প। যে শিল্প বারবার যুযুধানদের কাছে এনেছে, মিলিয়েছে। বুধবার তারই পুনরাবৃত্তি হল দিল্লিতে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কাকভোরে ১০ জনপথ রোডে রাহুল গাঁধীর সঙ্গে বৈঠক করতে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। এই বৈঠকের খবর সামনে আসতেই বিভিন্ন মহলে তোলপাড় পড়ে গেছে। কারণ তৃণমূল (TMC) এবং কংগ্রেসের (Congress) এই দুই নেতাই কয়েকমাস আগে অবধিও, নাম না করে পরস্পরকে চাঁচাছোলা বাক্য়বাণে বিদ্ধ করেছেন।


২০২১ সালের ৬ সেপ্টেম্বর কয়লাকাণ্ডের তদন্তে দিল্লিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই জিজ্ঞাসাবাদের পর, ইডি-র দফতর থেকে বেরিয়েই আচমকা কংগ্রেসকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার তিনিই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে কাকভোরে ১০ জনপথে পৌঁছে যাওয়ায় এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।


অতীতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও নাম না করে রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেছেন। আর সম্প্রতি তো তিনি সরাসরি রাহুল গাঁধীর নাম করেই আক্রমণ শানান। রাহুল গান্ধীও অবশ্য় তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি। ত্রিপুরা, মেঘালয় থেকে গোয়ায় গিয়ে তৃণমূল যখন বারবার কংগ্রেসে ভাঙন ধরিয়েছে, তখন তাদের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুল সরব হয়েছেন রাহুলও। তবে বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৈঠক থেকে ছবিটা বদলাতে শুরু করে। সেখানে রাহুল গান্ধীকে ফেভারিট বলেও মন্তব্য় করেন তৃণমূলনেত্রী। এবার তিনি মুম্বইয়ে INDIA জোটের বৈঠকে রাহুলের মুখোমুখি হওয়ার আগে, অভিষেক পৌঁছে গেলেন দিল্লিতে রাহুলের বাড়িতে। 


                                                      


আরও পড়ুন- আসন সমঝোতায় জোর, বাংলায় কি আদৌ হবে সিট ভাগাভাগি ? নজরে মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial