আশাবুল হোসেন, মুম্বই : আজ মুম্বইয়ে ইন্ডিয়া জোটের চূড়ান্ত বৈঠক (Opposition Meeting in Mumbai)। তার আগে বৃহস্পতিবারের প্রাথমিক পর্যালোচনা বৈঠকে সব দলই জোর দিল আসন সমঝোতার ওপর (Seat Sharing)। সূত্রের দাবি, লোকসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনার কথা মাথায় রেখে মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) বলেন, নষ্ট করার মতো সময় নেই। ২ অক্টোবর জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি প্রকাশ করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।


লক্ষ্য় ২০২৪-এ নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে ক্ষমতাচ্য়ুত করা। সেনাপতিরা একজোট। এবার আর দেরি না করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি ! বৃহস্পতিবার মুম্বইয়ে INDIA জোটের প্রাথমিক বৈঠক থেকে এই বার্তাই দিলেন বিরোধী নেতারা (Opposition Leaders)। সূত্রের দাবি, বৃহস্পতিবারের প্রাথমিক পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২ অক্টোবর INDIA জোটের অভিন্ন ন্য়ূনতম কর্মসূচি প্রকাশ করা হবে। পাশাপাশি এদিনের আলোচনায় মূলত জোর দেওয়া হয় আসন সমঝোতার ওপর।


বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা প্রায় সকলেই সওয়াল করেন, যত বেশি সম্ভব আসনে একের বিরুদ্ধে একের লড়াইয়ের ফর্মুলা কার্যকর করতে হবে। তবে যেখানে তা সম্ভব হবে না, সেখানে বাস্তবতাও মেনে নিতে হবে। সূত্রের খবর, বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আসন সমঝোতার জন্য় আলাদা করে কোনও পদ্ধতি নেওয়া হোক। ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।


সদ্য় শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। তার মধ্য়েই আবার পাঁচদিনের জন্য় সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর অবধি এই বিশেষ অধিবেশন চলবে। বিভিন্ন মহলে জল্পনা, এই অধিবেশনেই এক দেশ এক ভোট সংক্রান্ত বিল (One Nation One Election Bill) আনা হতে পারে। তাই প্রশ্ন উঠছে তাহলে কি ৫ রাজ্য়ের ভোটের সঙ্গেই ডিসেম্বরেই লোকসভা ভোট করাতে পারেন নরেন্দ্র মোদি ? 


সম্প্রতি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল, লোকসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনার কথা। বৃহস্পতিবার সেই সম্ভাবনা খারিজ করে দেননি রাহুল গাঁধীও (Rahul Gandhi)। এই প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব ঐক্য়বদ্ধভাবে ময়দানে নেমে পড়তে চাইছেন বিরোধীরা। সূত্রের দাবি, বৃহস্পতিবারের বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, নষ্ট করার মতো সময় নেই। এখন থেকেই জোটকে ঐক্য়বদ্ধ করে ঝাঁপিয়ে পড়তে হবে। এখনই সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে হবে।


যৌথ প্রচার কর্মসূচি , প্রচার কমিটি, সোশাল মিডিয়া-সহ অন্য়ান্য় কিছু বিষয়ে অ্য়াকশন প্ল্য়ান, রিসার্চ এবং ডেটা সংক্রান্ত কমিটি এবং মুখপাত্রদের টিম তৈরি নিয়েও আলোচনা হয় বৈঠকে। সূত্রের দাবি, INDIA জোটের বৃহস্পতিবারের বৈঠকে ঠিক হয়েছে, এবছরের শেষে ৫ রাজ্য়ের বিধানসভা ভোটেও ঐক্য়বদ্ধভাবে লড়ার চেষ্টা করতে হবে। তাতে একদিকে যেমন লোকসভা ভোটের আগে জোটের একটা মহড়া হয়ে যাবে অন্য়দিকে, জোট হিসেবে বিজেপিকে হারাতে পারলে লোকসভা ভোটের আগে INDIA বাড়তি অক্সিজেন পেয়ে যাবে। 


বৃহস্পতিবার INDIA জোটের বৈঠকে উপস্থিত ছিল ২৮টি রাজনৈতিক দল। ১১ জনকে নিয়ে এই জোটের একটি সমন্বয় কমিটি তৈরি হচ্ছে। তার আহ্বায়ক কে হবেন, তা শুক্রবারের বৈঠকে চূড়ান্ত হবে। এর মাঝেই ঘোরপাক খাচ্ছে আসন সমঝোতার দিকটা ঠিক কোনদিকে এগোবে, সেটাই দেখার।


আরও পড়ুন- 'দিদি মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর খোকাবাবু আরেকদিকে', অধীরের কটাক্ষ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial