মুম্বই: আগেই কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন সোনম কপূর। পঞ্জাবি অভিনেতা দিলজিৎ সিং দোসাঞ্জ নিজে কৃষকদের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন সোনু সুদ।  এবার প্রিয়ঙ্কা চোপড়াও যোগ দিলেন। কৃষকদের ফুড সোলজার বলে অভিহিত করেছেন তিনি।


প্রিয়ঙ্কা এই মুহূর্তে দেশে নেই। আমেরিকায় বসে টুইটারে তিনি সমর্থন জানালেন কৃষকদের। লিখলেন, ‘‌আমাদের কৃষকরা হলেন ভারতের খাদ্য সৈনিক। তাঁদের আশঙ্কা দূর করা উচিত। তাঁদের আশা পূরণ করা উচিত। সমৃদ্ধশালী গণতন্ত্রে এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।’‌


প্রিয়ঙ্কা দিলজিতের দিকেও সমর্থনের হাত বাড়িয়েছেন। পঞ্জাবি তারকার টুইট কোট করেছেন তিনি।

ইতিমধ্যেই এই ট্যুইটে লাইক পড়েছে ২৫ হাজারের বেশি। কমেন্ট করেছেন ১,৪০০ জন। ৪ হাজার ৩০০ জন এই ট্যুইটকে রিট্যুইট করেছেন।


সম্প্রতি কঙ্গনা রানাওয়াত কৃষক আন্দোলনের বিরোধিতা করে দিলজিতের সঙ্গে ট্যুইট যুদ্ধে জড়িয়ে পড়েন। এক বৃদ্ধাকে ‘শাহিনবাগের দাদি’ এবং ‘তাঁকে ১০০ টাকা দিলেই পাওয়া যাবে’ বলায় সমালোচনার মুখে পড়েছিলেন। মোটের উপর কৃষকদের আন্দোলনটির পাশাপাশি তা নিয়ে তারকাদের মন্তব্য এবং প্রতি-মন্তব্যও সকলের চোখে পড়ছে।