নয়াদিল্লি: এবছরের নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁসের (NEET-UG Examination 2024 paper leak case) ঘটনা নিয়ে উত্তাল হয়েছে দেশের রাজনীতি। সোমবার বাজেট অধিবেশনেও তার আঁচ পাওয়া গেছে। সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
এর মাঝেই শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) নিট-ইউজি পরীক্ষায় সেন্টার ভিত্তিক ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দেশজুড়ে ১১ হাজারের বেশি পরীক্ষার্থী এবারের পরীক্ষায় শূন্য বা তার কম নম্বর পেয়েছে। আর ভুল উত্তর দেওয়ার কারণে নেগেটিভ মার্কিং-এর জন্য সবথেকে কম নম্বর মাইনাস ১৮০ পেয়েছে বিহারের এক পরীক্ষার্থী।
এনটিএ-এর প্রকাশ করা তথ্য অনুযায়ী, ওই পরীক্ষার্থীদের মধ্যে ২২৫০ জনের বেশি পরীক্ষার্থী শূন্য পেয়েছে। আর ৯ হাজার ৪০০ জনের বেশি পরীক্ষার্থী পেয়েছে শূন্যেরও কম। যাদের মধ্যে বেশিরভাগ ঝাড়খণ্ডের হাজারিবাগের পরীক্ষা কেন্দ্রগুলির পরীক্ষার্থীরা রয়েছে। যার মধ্যে হাজারিবাগ শহরেরও একটি কেন্দ্র রয়েছে। যেখানকার পরীক্ষার্থীরা শূন্য বা তার থেকে কম নম্বর পেয়েছে সেই কেন্দ্রগুলি নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, শূন্য বা তার কম যারা পেয়েছে তারা সাদা খাতা জমা দেওয়ার জন্যই এই নম্বর পেয়েছে এটা মনে করার কোনও কারণ নেই। ওই পরীক্ষার্থীরা কিছু প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে আর কিছু প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। যার জেরেই শূন্যেরও নিচে নম্বর এসেছে ফলাফলে।
প্রসঙ্গত উল্লেখ্য, নিট-ইউজি পরীক্ষায় সঠিক উত্তর দিলে ৪ নম্বর পাওয়া যায়। আর ভুল উত্তরে কাটা যায় এক নম্বর। তবে যে প্রশ্নগুলি ছেড়ে দিয়েছে পরীক্ষার্থী তা জন্য কোনও নম্বর যোগ হয়নি বা কাটা যায়নি।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিটের ফলাফল প্রকাশ করেছে এনটিএ। তাতে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে সমস্ত কেন্দ্রের পরীক্ষার্থীদের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে সেখানে ফলাফল ভালো হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে দেশজুড়ে থাকা ৪৭৫০টি কেন্দ্রের ২৩ লক্ষের বেশি পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজস্থানের শিকার এলাকায় থাকা একটি পরীক্ষা কেন্দ্রের ২ হাজারের বেশি পরীক্ষার্থী ৬৫০-এর বেশি নম্বর পেয়েছে। আর ওই এলাকারই অন্য একটি পরীক্ষা কেন্দ্রে ৪০০০ জন পেয়েছে ৬০০-র বেশি নম্বর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Modi: 'কণ্ঠস্বর রুদ্ধ করবেন না...', বাজেটের আগে বিরোধীদের দিকে তাকিয়ে মোদি?