কলকাতা: আজ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharya) পুজোর ছবির। তবে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee)-র ওপর ফেডারেশানে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আজ থেকে ছবির শ্যুটিং শুরু হয়নি। শোনা যাচ্ছিল, রাহুলের বদলে এই ছবি পরিচালনা করতে পারেন এই ছবিরই চিত্রগ্রাহক সৌমিক হালদার। অবশেষে ছবি শুরু নিয়ে এই জট ছাড়াল প্রযোজনা সংস্থা এসভিএফ।


কেন নিষিদ্ধ রাহুল? শোনা যাচ্ছে, মাসখানেক আগে বাংলাদেশে গিয়েছিলেন রাহুল। ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'-র হয়ে কিছু কাজ করছেন রাহুল ও সেই সূত্রেই তাঁর বাংলাদেশে যাওয়া। অভিযোগ, সেই সময়ে ফেডারেশনকে না জানিয়ে, ফেডারেশনের থেকে অনুমতি না নিয়েই কিছুটা শ্যুটিং করেন রাহুল। এই কাজের কারণেই তিনি ফেডারেশনের নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ। এই কারণেই আগামী ৩ মাস রাহুলকে ছবি পরিচালনার কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৩ মাস ছবি পরিচালনার কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না রাহুল। ইতিমধ্যেই ডিএইআই-এর পক্ষ থেকে পরিচালক সুদেষ্ণা রায় এবং সুব্রত সেন রাহুলের কাছে বিষয়টির সবিস্তার ব্যাখ্যা চেয়েছেন। অভিযুক্ত পরিচালক তাঁর বাংলাদেশ সফরের আসল কারণ জানিয়ে লিখিত জবাবও দিয়েছেন বলে খবর। তবে এতে তাঁর নিষিদ্ধ হওয়ার মেয়াদ কিছুই কমেনি। 


তবে সেই সমস্যার সমাধান করল এসভিএফ। শোনা যাচ্ছিল, রাহুল না থাকলেও প্রযোজনা সংস্থা পুজোর ছবি নিয়ে আপোষ করতে রাজি নয়। তার ফলে এই ছবি পরিচালনা করতে পারেন এই ছবিরই চিত্রগ্রাহক সৌমিক হালদার। সেই জল্পনা সত্যি করেই আজ প্রযোজনা সংস্থা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই ছবির প্রযোজনা করছেন সৌমিকই। তবে রাহুল এই ছবি থেকে একেবারে বাদ নয়। পরিচালনা না করতে পারলেও, ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্ব নিচ্ছেন রাহুল। এই ভূমিকায় তাঁর কোনও বিধিনিষেধ নেই। খুব তাড়াতাড়িই শুরু হবে এই ছবির শ্যুটিং। প্রসেনজিৎ ও অনির্বাণ ছাড়াও এই ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য ও প্রিয়ঙ্কা সরকার।


 




আরও পড়ুন: Saif on Karishma: 'ভাগ্যিস করিনার সঙ্গে বিয়ে হয়েছে, করিশ্মা নয়', কেন শ্যালিকাকে এত অপছন্দ সেফের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।