কলকাতা: বাজেট অধিবেশন (Budget Session 2024) শুরুর আগে বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য উন্নয়নের জন্য় সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। ২৩ জুলাই যে বাজেট পেশ হবে সেটা অমৃতকালের জন্য বাজেট বলে তাঁর দাবি। তিনি বলেন, 'আমাদের ৫ বছরের যে সুযোগ মিলেছে। এই বাজেট সেই লক্ষ্য়েই তৈরি হয়েছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য ওই বাজেট তৈরি হচ্ছে।'


এবার আগে থেকে আসন সংখ্যা অনেকটা কমলেও তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে মোদি সরকার (PM Modi)। সেই কথা উল্লেখ করে এদিন মোদি বলেন, '৬০ বছর পর কোনও সরকার তৃতীয়বারের জন্য ফেরত এসেছে। তৃতীয় বারের জন্য প্রথম বাজেট (Budget 2024 Live) তৈরির সৌভাগ্য হয়েছে। এটা অত্যন্ত গৌরবের কথা।' রাজনৈতিক মহলের অনুমান ছিল নিট থেকে রেল দুর্ঘটনা- একাধিক ইস্যুতে প্রথম থেকেই সরগরম থাকবে সংসদের ২ কক্ষ। তারই মধ্য়ে বাজেট পেশ করার চাপ থাকবে সরকারের উপর। এই আবহেই সংসদ অধিবেশন শুরুর আগে বিরোধীদের প্রতি বার্তা দিলেন মোদি। বললেন, 'নির্বাচিত সব সাংসদ ও রাজনৈতিক দলগুলির কর্তব্য হল আগামী ৫ বছর দেশের জন্য লড়াই করা। আসুন আমরা আগামী ৪ থেকে সাড়ে ৪ বছর রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করি। ভোটের সময় যা করার করবেন, কিন্তু তার আগে পর্যন্ত ২০৪৭-এর স্বপ্ন পূরণের জন্য লড়াই করুন। ১৪০ কোটি দেশবাসী যে সরকারকে সেবার সুযোগ দিয়েছে, তার কণ্ঠস্বর রুদ্ধ করবেন না।' তিনি আরও বলেন, 'সব দলের কাছে আবেদন যাঁরা প্রথম সংসদে এসেছেন তাঁদের সংসদে আলোচনার সুযোগ দিন। এই সদন দেশের জন্য, দলের জন্য নয়।'


যদিও বিরোধীদের প্রথম থেকেই অভিযোগ, মোদি সরকার বিরুদ্ধপক্ষ মানতে চান না। এর আগের দফায়, রেকর্ড সংখ্যক বিরোধী দলের সাংসদ সংসদ থেকে বহিষ্কার হয়েছিলেন। ফাঁকা সংসদেই একের পর এক বিল পাশ করিয়েছিল আগের মোদি সরকার। তখন বিজেপির হাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। এবার ছবিটা একটু অন্যরকম, সংসদে বিরোধী দলনেতা রয়েছেন। আড়েবহরে শক্তি বাড়িয়েছে বিরোধীরা। উল্টোদিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা থেকে দূরে মোদি সরকার। দুই শরিকের কাঁধে ভরসা করে সরকার করেছেন মোদি। উল্টোদিক অখিলেশ যাদব বারবার বলে এসেছেন এই সরকার টিকবে না, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অখিলেশকে পাশে নিয়ে সেই কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। সেই আবহেই সংসদ চলতে দেওয়ার জন্য বিরোধীদের বার্তা দিলেন মোদি।


 






একসঙ্গে কাজ করার বার্তা দিলেও বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি তিনি। মোদির তোপ,'প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার কোনও অধিকার তাঁদের নেই। দেশবাসী বিরোধীদের দেশের জন্য পাঠিয়েছে, দলের জন্য পাঠায়নি। দেশ নেতিবাচক রাজনীতি চায় না, উন্নতির বিচারধারা চায়। কণ্ঠরোধ করা হলেও বিরোধীদের কোনও অনুশোচনা নেই বলেও অভিযোগ তাঁর।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশ করলেই রেকর্ড নির্মলার! আমআদমির জন্য কি থাকবে তাঁর ঝুলিতে?