নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমার কোনও লক্ষণ এখনও না থাকলেও স্বস্তির খবর এল তার ফাঁকে। ৫০,০০০-এর বেশি মানুষ করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য দিয়ে জানিয়েছে, করোনা থেকে সেরে ওঠার গড় এ দেশে ৪১.৩৯ শতাংশ।


এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন এখনও পর্যন্ত ৫১,৭৮৩ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১,২৫,১০০ জন। এঁদের মধ্যে করোনা অ্যাকটিভ ৬৯,৫৯৭ জন, ৫১,৭৮৩ জন সেরে উঠেছেন আর  প্রাণ হারিয়েছেন ৩,৭২০ জন। শুধু গতকালই ১৩৭ জনের মৃত্যু হয়েছে, তবে বৃহস্পতিবারের থেকে সংখ্যাটা ১১ কম।

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সব থেকে বেশি করোনা আক্রান্ত, ৪৪,৫৮২ জন। মৃতের সংখ্যা ১,৫১৭ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১২,৫৮৩ জন।  তামিলনাড়ু রয়েছে ২ নম্বরে, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৭৫৩, মারা গিয়েছেন ৯৮ জন। গুজরাত তিনে, আক্রান্ত ১৩,২৬৮, মারা গিয়েছেন ৮০২ জন। দিল্লিতে এখনও পর্যন্ত ১২,৩১৯ জন করোনা সংক্রমিত হয়েছেন, মারা গিয়েছেন ২০৮ জন। আর সেরে উঠেছেন ৫,৮৯৭ জন রোগী।

এছাড়া রাজস্থান, মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশে ৫,০০০-এর বেশি মানুষের শরীরে করোনা ধরা পড়েছে।  পশ্চিমবঙ্গেও করোনা রোগীর সংখ্যা ৩,০০০-এর বেশি, অন্ধ্র প্রদেশে ২,৭০৯ জন, পঞ্জাবে ২,০২৯ জন ও তেলঙ্গানায় ১,৭৬১ জন।