মুম্বই: অ্য়াসিড হামলা সমর্থন করে ভিডিও করার অভিযোগে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ফয়সল সিদ্দিকিকে ব্লক করল টিকটক। এবার জোরদার দাবি উঠেছে, টিকটককেও এ দেশে নিষিদ্ধ করতে হবে।
জানা গিয়েছে, গত ৭ দিনে ব্যান টিকটক কিওয়ার্ড ব্যবহার ৪৮৮ শতাংশ বেড়ে গিয়েছে। অন্য যে সব শব্দের ব্যবহার বেড়েছে তার মধ্যে রয়েছে ডিলিট টিকটক ও ফয়সল সিদ্দিকির মত শব্দ। টিকটকের নিরাপত্তা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। এবার বিতর্কের আগুনের ঘি ঢেলেছেন ফয়সল সিদ্দিকি। তিনি একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন, যাতে ধোঁকা দেওয়া এক তরুণীর মুখে অ্যাসিড ছোঁড়া হচ্ছে বলে দেখানো হয়েছে অভিযোগ। তাঁর মুখে অ্যাসিড ছোঁড়ার আগে বলা হচ্ছে, তোমাকে ও ছেড়ে দিয়েছে, যার জন্য তুমি আমাকে ছেড়েছিলে? ভিডিও সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘনের জন্য ফয়সলকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে টিকটক।
কিন্তু নিষিদ্ধ করার আগেই ফয়সলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে শুরু হয়েছে ব্যান টিকটক ট্রেন্ড।
অ্যাসিড ছোঁড়া সমর্থন করছেন? প্রকাশ্যে ফয়সল সিদ্দিকির বিতর্কিত ভিডিও, দাবি উঠল, নিষিদ্ধ করা হোক টিকটক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2020 11:26 AM (IST)
কিন্তু নিষিদ্ধ করার আগেই ফয়সলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে শুরু হয়েছে ব্যান টিকটক ট্রেন্ড।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -