মুম্বই: ‘গৌতম আদানি নামের এক ডাকাত আমার থেকে বিদ্যুতের বিল বাবদ ১ লক্ষ তিন হাজার ৫৬৪ টাকা কেটেছে। আমাদের টাকা নিয়ে এরা বেশ রসিকতা করা শুরু করেছে দেখছি!’ অস্বাভাবিক বেশি ইলেকট্রিক বিল আসায় তা নিয়ে এ ভাবেই সম্প্রতি আদানি ইলেকট্রিসিটি সংস্থাকে ট্যুইট করে আক্রমণ করেন অভিনেতা আরসাদ ওয়ারসি।

তাঁর ট্যুইটে বিতর্ক দানা বেধেছে, নড়েচড়ে বসেছে আদানি ইলেকট্রিসিটি। অভিনেতার কথার উত্তরে বিদ্যুৎ সংস্থার বলেছে, ‘বিল কোনও কারণে বেশি আসায় আপনার উদ্বেগ আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের সংস্থার মালিকের বিরুদ্ধে এ ধরনের মানহানিকর মন্তব্য আপনি না করলেই পারতেন।‘ কিছু পরে আসে আরও এক ট্যুইট যাতে ইলেকট্রিক সংস্থা বলে, ‘আপনার অ্যাকাউন্ট নম্বর দিন, আমরা আপনার সমস্যা সমাধানের চেষ্টা করছি। তবে আমাদের তরফ থেকে দাবি যে আপনি অবিলম্বে আমাদের মালিকের উদ্দেশে করা সম্মানহানির মন্তব্যটি ট্যুইটার থেকে তুলে নিন।‘



পরামর্শ মেনে নিজের আগের ট্যুইটটি তুলে নেন আরশাদ।