কলকাতা : এর আগেও একবার হকচকিয়ে গিয়েছিলেন তিনি। তবে, সেবার ঘটনাস্থল ছিল চেন্নাই এয়ারপোর্ট। আর এবার ঘটনাস্থল কলকাতা বিমানবন্দর। ফের একবার একই ধরনের অভিজ্ঞাতার সাক্ষী হলেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদম্বরম। কলকাতা বিমানবন্দরে এক কাপ চায়ের দাম পড়ল ৩৪০ টাকা। কলকাতা বিমানবন্দেরে একটি রেস্তোরাঁ থেকে তাঁর কাছে এই মূল্য নেওয়া হয় বলে জানিয়েছেন চিদম্বর। পরে মজাচ্ছলে যোগ করেন, 'স্পষ্টতই তামিলনাড়ুর থেকে পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতি বেশি।'


বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কংগ্রেস নেতা। সেখানে তিনি উল্লেখ করেছেন, আমি সদ্য জানতে পারলাম যে, কলকাতা বিমানবন্দরে গরম জল ও টি ব্যাগ দিয়ে তৈরি চায়ের দাম ৩৪০ টাকা। রেস্তোরাঁর নাম 'The Coffee Bean and Tea Leaf'।  


একই ধরনের ইস্যু চেন্নাই বিমানবন্দরের ক্ষেত্রেও তিনি উত্থাপন করেছিলেন বলে জানানল তামিলনাড়ু থেকে রাজ্যসভায় মনোনীত চিদম্বরম। সেখানেও তিনি গরম জল ও টি ব্যাগের দামের কথা উল্লেখ করে Airports Authority of India-কে যথাযথ পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন। এ প্রসঙ্গে ৭৮ বছরের এই কংগ্রেস নেতা লেখেন, 'কয়েক বছর আগে চেন্নাই এয়ারপোর্টে দেখেছিলাম গরম জল ও টি ব্যাগের দাম ৮০ টাকা। সেটা নিয়ে আমি ট্যুইটও (অধুনা এক্স হ্যান্ডেল) করেছিলাম। Airports Authority of India বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিল। স্পষ্টতই তামিলনাড়ুর থেকে পশ্চিমবঙ্গের মুদ্রাস্ফীতি বেশি।'


 






তবে, তাঁর এই পোস্ট নিয়ে নানারকম পোস্টও করলেন নেটিজেনরা। কেউ লিখলেন, 'UPA যখন ক্ষমতায় ছিল তখন এর দাম ২৫০ টাকা ছিল না ? যদি আপনি পাত্রে ফুলকপি চাষ করে কোটি কোটি টাকা রোজগার করতে পারেন, তাহলে বিমানবন্দরের ভেন্ডারদেরও প্রচুর রোজগার করতে দিন।'


আবার কেউ কেউ তাঁর সঙ্গে সহমতও প্রকাশ করলেন। একজন লিখেছেন, 'সত্যিই তাই, এয়ারপোর্টে খুব দাম পড়ে। এয়ারপোর্টে যা বিক্রি করা হয় তার দাম সাধারণ রেস্তোরাঁর থেকে ১০ গুণ বেশি।'