নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বিদ্রুপ করলেন পি চিদম্বরম। আর্থিক বৃদ্ধির হার নেমে এসেছে ৫ শতাংশে। পি চিদম্বরম আদালত থেকে সিবিআই হেফাজতে ফিরে যাওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের হাতের আঙুল দেখিয়ে বলেন, ‘পাঁচ শতাংশ! জানেন তো, পাঁচ শতাংশ কী? আপনারা ৫ শতাংশ মনে রাখবেন।’
আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম। তাঁর হেফাজতে থাকার মেয়াদ বাড়িয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বেরনোর মুখে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। আইএনএক্স মিডিয়া মামলায় তাঁর প্রতিক্রিয়া জানতে চান। যদিও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রশ্ন এড়িয়ে যান। এবং উত্থাপন করেন দেশের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ। হাত তুলে পাঁচ আঙুল দেখান। তারপর বিদ্রুপের সুরে বলেন, ‘পাঁচ শতাংশ কী জানেন তো? মনে রাখবেন আপনারা।’
মোদী সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবি, ‘আমরা জিডিপি-র মাপে বিশ্বের একাদশতম অর্থনীতি ছিলাম। এখন আমরা পঞ্চম স্থানে। এ বার আমরা তৃতীয় স্থানে উঠে আসছি।’ যদিও অগাস্ট মাসে দেশে গাড়ি বিক্রি আরও কমেছে। মারুতি-সুজুকি, টাটা মোটরস, টয়োটা-সহ একগুচ্ছ গাড়ি সংস্থা জানিয়েছে, অগস্টে গত বছরের তুলনায় প্রায় সকলেরই বিক্রির সংখ্যা কমে গিয়েছে। কিন্তু নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত আজ নতুন গাড়ি বাজারে আসার রিপোর্ট দেখিয়ে টুইট করেছেন, ‘কোথায় ঝিমুনি? বাজারে আসা নতুন গাড়ির মডেল তো দুরন্ত গতিতে ছুটছে।’
গাড়ি বিক্রি কমার খবর উড়িয়ে দেওয়া দেখে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা বলেন, ‘কোনও মিথ্যেকে একশোবার বললে সেটা সত্যি হয়ে যায় না। বিজেপি সরকারের স্বীকার করা উচিত যে, অর্থনীতিতে ঐতিহাসিক মন্দা এসেছে। সরকারের এর সমাধান করা উচিত।’
মোদীর আমলে অর্থনীতির খারাপ অবস্থা নিয়ে এতদিন পি চিদম্বরম কংগ্রেসের হয়ে আক্রমণে নেতৃত্ব দিতেন। তিনি সিবিআই হেফাজতে যাওয়ার পরে মুখ খুলতে পারেননি। আজ সিবিআই আদালত চত্বরেই তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে চিদম্বরম পাঁচ শতাংশ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেন।
আর্থিক বৃদ্ধির হার কমে ৫ শতাংশ, মোদী সরকারকে বিদ্রুপ চিদম্বরমের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2019 09:43 AM (IST)
আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -