নয়া দিল্লি: দিল্লিতে বিস্ফোরণের পর থেকে সোশাল মিডিয়ায় দাবি উঠেছিল 'অপারেশন সিঁদুর ২.০' শুরু করার। যদিও সরকারিভাবে কোথাও কিছু জানানো হয়নি। যদিও এর মাঝে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিন্দুরকে '৮৮ ঘন্টার ট্রেলার' বলেছিলেন। 

Continues below advertisement

এরপর মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন পাকিস্তান হাই অ্যালার্টে রয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, "আমরা ভারতকে উপেক্ষা করছি না। কোনও পরিস্থিতিতেই তাদের উপর আস্থা রাখছি না। আমার বিশ্লেষণের ভিত্তিতে, আমি ভারতের পক্ষ থেকে সর্বাত্মক যুদ্ধ করার সম্ভাবনা আছে। কোনও প্রতিকূল কৌশলের সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না, যার মধ্যে সীমান্তে অনুপ্রবেশ বা আক্রমণ হতে পারে। আমাদের অবশ্যই সম্পূর্ণ সতর্ক থাকতে হবে।"

এর আগে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে এও বলেছিলেন, প্রতিবেশী দেশের সঙ্গে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় তা শেখাতে প্রস্তুত ভারতীয় সেনা। মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন। 

Continues below advertisement

তাঁর দাবি, ইসলামাবাদ এখন এক ধরনের “দুই-মুখী হুমকির” মুখোমুখি। ভারত নাকি আফগানিস্তানকে পাকিস্তানের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য 'প্রক্সি' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ আসিফের। তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে দাবিও করেছেন।                                                

সম্প্রতি পাকিস্তানের নেতা চৌধুরী আনোয়ারুল হক বলেছেন, ‘লাল কেল্লা থেকে শুরু করে কাশ্মীরের জঙ্গল’, সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে হক বলেন, “আমি আগেই বলেছিলাম যদি তোমরা বালোচিস্তানে রক্তপাত করতে থাকো, তাহলে আমরা লাল কেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত ভারতকে আঘাত করব। আল্লার রহমতে, আমরা এটা করেছি এবং তারা এখনও মৃতদেহ গণনা শেষ করতে পারছে না।”