রণবীর-আলিয়া নাকি শিগগিরই বিয়ে করছেন! এমনটাই বললেন দীপিকা পাড়ুকোন

আলিয়া-রণবীর অবশ্য বিয়ে নিয়ে কেমন উচ্চবাচ্য করেন না। বরং হাবেভাবে এটাই বোঝান, এখনই তাঁদের বিয়ের ইচ্ছে নেই।

Continues below advertisement
মুম্বই: ফের নাকি বলিউডে বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। এবার ছাঁদনাতলায় যাচ্ছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। শিগগিরই মুক্তি পাবে তাঁদের এক সঙ্গে অভিনীত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র, এই ছবির শ্যুটিং চলাকালীনই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর। কিন্তু রণবীর-আলিয়া তাঁদের বিয়ে নিয়ে মোটেই মুখ খুলতে চান না তবে ভরা হাটে তাঁদের হাঁড়ি ভেঙে দিলেন দীপিকা পাড়ুকোন। এক সাক্ষাৎকারে এক সঙ্গে ছিলেন দীপিকা, আলিয়া, রণবীর সিংহ, আয়ুষ্মান খুরানা, মনোজ বাজপেয়ী, দক্ষিণী তারকা পার্বতী তিরুবতু, বিজয় দেবেরাকোন্ডা ও বিজয় সেতুপতি। বিজয় দেবেরাকোন্ডাকে প্রশ্ন করা হয় কোন কোন ভারতীয় অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে তিনি উপদেশ নিতে চান। জবাবে বিজয় বলেন, বলতে লজ্জা নেই. এখানে এমন অনেকে আছেন, যাঁদের প্রতি আমার বিরাট দুর্বলতা আছে। দীপিকা আর আলিয়াকে ভাল লাগে। দীপিকা এখন বিবাহিত কিন্তু.. বিজয় আর কিছু বলার আগেই দীপিকা বলে ওঠেন, আলিয়াও তো বিয়ে করছে! দেবেরাকোন্ডা বলেন, আলিয়া বিয়ে করছে? দৃশ্যতই হতভম্ব আলিয়া বলেন, আর এটা কেন বলে ফেললে? দীপিকা তখন তাড়াতাড়ি এই বলে সামাল দেন যে, তিনি দেবেরাকোন্ডার প্রতিক্রিয়া দেখার জন্য ইচ্ছে করে এমনটা বলেছেন! দেখুন পুরো সাক্ষাৎকার আলিয়া-রণবীর অবশ্য বিয়ে নিয়ে কেমন উচ্চবাচ্য করেন না। বরং হাবেভাবে এটাই বোঝান, এখনই তাঁদের বিয়ের ইচ্ছে নেই।
Continues below advertisement
Sponsored Links by Taboola