জম্মু: জম্মু কাশ্মীরের পুঞ্চ ও বারামুলায় পাক সেনার গোলাবর্ষণ। পুঞ্চে নিহত ভারতীয় জওয়ান। আহত আরও ২ জওয়ান।


সেনা সূত্রে খবর, আজ ভোরে পুঞ্চের শাহপুর-কেরনি সেক্টরে নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। তিন সেনা জওয়ান আহত হন। তাঁদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজন সেখানে মারা যান। আহত ২ জনের চিকিৎসা চলছে।


এই নিয়ে চলতি মাসে পাক গোলাগুলিতে তিনজনের মৃত্যু হল। এর আগে, ৪ জুন রাজৌরির সুন্দরবনি সেক্টরে হাভিলদার পি মাথিয়াজকান পাক সেনার গুলিতে মারা যান। এরপর ১০ তারিখ রাজৌরিতেই পাক গোলায় প্রাণ হারান নায়েক গুরচরণ সিংহ।


একইসঙ্গে, বারামুলা ও উরির বনিয়ার সেক্টরে গোলা ছুঁড়তে শুরু করে পাক সেনা। হতাহতের কোনও খবর নেই। দু জায়গায় পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় ফৌজও।