শ্রীনগর: ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ পাকিস্তানের। সেনা সূত্রে খবর, শুক্রবার উরি, বারামুল্লায় হাজিপুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্সরা। মূলত ভারতীয় সেনা ছাউনি ও জনবসতি লক্ষ্য করে ভারী ও মাঝারি অস্ত্র দিয়ে অস্ত্রবর্ষণ করা হয়। পাক গোলাগুলিতে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর হয়নি। সেনা সূত্রে খবর, পাক হামলার যথাযথ জবাব দিচ্ছে ভারতীয় ফৌজও।


এই নিয়ে লাগাতার পাঁচদিন ধরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন করে চলেছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারত। গতকাল, রাজৌরি ও পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ফরোয়ার্ড পোস্ট লক্ষ্য করে পাক হামলায় চালালে এক সেনা জওয়ান প্রাণ হারান। আহত হন এক সাধারণ নাগরিকও।


এর আগে, বুধবার রাতে পাকিস্তান গুলি ও মর্টার হামলা চালায়। তাতে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়। হামলা চালানো হয় রাজৌরি, পুঞ্চ ও কাঠুয়া জেলার অন্তর্গত মঞ্জকোট, কেরি, করোল, নওশেরা ও বালাকোট সেক্টরে।


নিয়ন্ত্রণরেখা লাগোয়া প্রায় ডজন খানেক গ্রাম ও জনবসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে পাকিস্তান। সেনা জানিয়েছে, ওই হামলায় মর্টার ও গাইডেড মিসাইল ব্যবহার করে পাকিস্তান সেনা। তৎপর সেনা স্থানীয় মানুষকে বাঙ্কারে স্থানান্তরিত করে।


পাক হামলা জারি ছিল বৃহস্পতিবার সকালেও। সেনার তরফে জানানো হয়, নওশেরা সেক্টরে ফরোার্ড পোস্ট ও জনবসতি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি ফৌজ। ওই হামলায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়। এক গ্রামবাসী আহত হন।


এরপরই, ভারতীয় নেতা পাল্টা জবাব দিতে শুরু করে। সেনার তরফে জানানো হয়, রাজৌরি এলাকায় নিয়ন্ত্রণরেখার ওপারে থাকা পাক সেনার বেশ কয়েকটি ছাউনি ভারতীয় ফৌজের মর্টার হানায় গুঁড়িয়ে যায়। শেষ খবর, দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে।