নয়াদিল্লি:  গতমাসেই পাকিস্তানের জন্য ভারতীয়  আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। নোটাম জারি করে নয়াদিল্লি জানিয়েছিল , আগামী ২৪ জুলাই পর্যন্ত, ভারতের আকাশের সীমা ব্যবহার করতে পারবে না, পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান। এবার একইপথে হাঁটল ইসলামাবাদ।

আরও পড়ুন, একুশের প্রস্তুতি পরিদর্শনে ধর্মতলায় মমতা, গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক

 বিমান হামলার আশঙ্কায়,   ভারতের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান ! এই নিষেধাজ্ঞা জারি থাকবে কবে অবধি ?

লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF এর উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর, ভারতীয় বিমান হামলার আশঙ্কায়, এবার পাকিস্তানও আকাশ সীমানা বন্ধের কথা ঘোষণা করল। পাকিস্তানে, ভারতীয় বিমানের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ২৩ অগাস্ট অবধি। মূলত গতসপ্তাহে, পাকিস্তানে চিনা সামরিক পণ্যবাহী বিমান নজরে পড়েছে। এবং যার ফলে এমন খবর উঠে এসেছে যে, ইসলামাবাদে নতুন অস্ত্র সরবারহ করেছে বেজিং। যা কিনা চিন ও পাকিস্তানের মধ্যে সামরিক সমণ্বয় বৃদ্ধির ইঙ্গিত দেয়। বলার অপেক্ষা রাখে না, এটা যে খুবই তাৎপর্যপূর্ণ। তাই এই আশঙ্কাতেই সতর্ক ভারতও। 

পহেলগাঁও হামলাকে কেন্দ্র করেই আকাশ সীমায় সংঘাত শুরু হয়, সংঘর্ষ বিরতি হলেও,  আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ

মূলত, পহেলগাঁও হামলাকে কেন্দ্র করেই ভারত ও পাকিস্তানের আকাশ সীমায় সংঘাত শুরু হয়। ভারতীয় বায়ুসেনা 'অপারেশন সিঁদুর' এর মাধ্যমে পাকিস্তানের বায়ু সেনাঘাঁটি থেকে শুরু করে জঙ্গি আস্তানা গুড়িয়ে দেয়। পহেলগাঁও হামলার পর, ২৩ এপ্রিল ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। পাল্টা ভারতও পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এমনকি ট্রাম্পের ঘোষণার পর, দুইদেশের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও,  আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ এখনও জারি রয়েছে। বরং সেই মেয়াদ আরও এবার বাড়িয়ে দেওয়া হল।

TRF এর উপর 'বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী'র তকমা পড়তেই মুখ খুলেছে এবার পাকিস্তান

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে হামলার পর, প্রাথমিকভাবে দায় শিকার করে নিয়েছিল লস্কর-ই-তইবার ছায়া সংগঠন TRF. যদিও তারা পরে এই দায় অস্বীকার করে যায়। এদিকে এই ঘটনার পর, লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF এর উপর 'বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী'র তকমা দিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত। সোশ্যালে এনিয়ে প্রশংসাও করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।টিআরএফ এর উপর 'বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী'র তকমা পড়তেই মুখ খুলেছে পাকিস্তান।