নয়া দিল্লি: বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) শিবিরগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, এমনই দাবি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই বিস্ফোরণ পাকিস্তানের এয়ারস্ট্রাইকের কারণে হয়েছে।
শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আফগান বিদেশমন্ত্রীর। আফগান তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরের সময়েই এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে, শহিদ আব্দুল হক স্কয়ারের কাছে বিমান হামলার লক্ষ্য ছিল টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে হত্যা করা। তবে, মেহসুদের একটি অডিও বার্তায় দাবি করা হয়েছে যে তিনি নিরাপদে আছেন, তার মৃত্যু বা নিখোঁজের খবর অস্বীকার করা হয়েছে। বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে যে তিনি বিমান হামলায় নিহত হয়েছেন, তার পরে এই বার্তা এসেছে। কাবুলের আবদুলহক স্কয়ারের আশেপাশে শোনা গিয়েছে। এখানে বেশ কিছু সরকারি অফিস রয়েছে এবং এটি আবাসিক এলাকা।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে- পাকিস্তান তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে অর্থায়ন এবং অস্ত্র সরবরাহের জন্য আফগানিস্তানকে কাঠগড়ায় তুলেছে। তালিবানরা কাবুলে ক্ষমতায় আসার পরে প্রথম উচ্চ পর্যায়ের সফরে দিল্লি এসেছেন মুত্তাকি। আর সেদিনই কাবুলে এই বিস্ফোরণ।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি সামরিক কর্মীদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যার মধ্যে সর্বশেষটি ছিল চলতি মাসের আট তারিখ। বুধবার আফগান সীমান্তের কাছে টিটিপির এক মারাত্মক অতর্কিত হামলায় দুই শীর্ষ কর্মকর্তা-সহ ১১ জন পাকিস্তানি সেনা নিহত হন।
বিস্ফোরণের পর আফগান-তালিবানের এক মুখপাত্র বলেন, 'কাবুল শহরে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। তবে কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সব ঠিক আছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।'