নয়াদিল্লি: যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক ঘণ্টাই কেটেছিল। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও, রাত সওয়া ৮টা থেকে ফের জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। শুধু উপত্যকাই নয়, গুজরাতের আকাশেও পাকিস্তানের ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে খবর। (Pakistan Violate Ceasefire)
গুজরাতের স্থানীয় বাসিন্দারা জানান, কচ্ছের আকাশে লাল রংয়ের কিছু বস্তু উড়তে দেখা যায়। গতকাল রাতেও একই জিনিস দেখা যায়, আজ সকালেও এমন বস্তু চোখে পড়ে। পরে সেনা সেগুলি নামালে দেখা যায়, পাকিস্তানি ড্রোন উড়ছিল আকাশে। তাই রাতের আকাশে ফের পাকিস্তানি ড্রোন উড়ছে বলে বিশ্বাস তাঁদের। (India-Pakistan Conflict)
এর পর কিছু বিস্ফোরণের শব্দও শুনতে পান কচ্ছের নাগরিকরা। সেনা গুলি করে ড্রোন নামানোর ফলেই বিস্ফোরণের শব্দ ভেসে আসে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সেনার তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি। কিন্তু পাকিস্তান ড্রোন দিয়ে ফের হামলার চেষ্টা হয় বলেই মনে করছেন স্থানীয়রা।
গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙভি গুজরাতের আকাশে পাক ড্রোন উড়ছে বলে ৯টার কিছু পর সোশ্যাল মিডিয়ায় লেখেন। তিনি লেখেন, 'কচ্ছের আকাশে বেশ কিছু ড্রোন ঘুরছে। এখনই ব্ল্যাকআউট কার্যকর হবে। নিরাপদে থাকুন। আতঙ্কিত হবেন না'। এর কিছু ক্ষণ পর তিনি আবারও লেখেন, 'গোটা কচ্ছ জেলায় ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। নাগরিকদের সকলকে নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে'।
এখন কচ্ছে ব্ল্যাকআউট থাকবে বলেই জানা যাচ্ছে। অথচ কয়েক ঘণ্টা আগেও স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন স্থানীয় মানুষজন। যুদ্ধবিরতি ঘোষণার পর কাল থেকে ফের দোকানপাট খুলতে পারবেন বলে আশা ছিল। এখন ফের আতঙ্ক গ্রাস করেছে। এলাকা সবকিছু বন্ধ। কচ্ছে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ছ'টি ড্রোন নামানো হয় সেখানে। সেই ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এদিন যুদ্ধবিরতি পর নতুন করে পাকিস্তানি ড্রোন ভারতের আকাশে ঢুকে এলেও, ১০টার কিছু পর থেকে আর ঘটনা এগোয়নি বলে জানা গিয়েছে।