ইসলামাবাদ: নিজেদের সেনাবাহিনীতে এই প্রথম একজন মহিলাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ করল পাকিস্তান। অত্যন্ত সম্মানজনক থ্রি স্টার জেনারেল পদে উন্নীত হওয়া এই সেনা আধিকারিকের নাম নিগার জোহর। তিনি এর আগে ২০১৭ সালে পাক সেনাবাহিনীর তৃতীয় মহিলা হিসেবে মেজর জেনারেল পদে উন্নীত হন। তাঁর আগে আর কোনও পাক মহিলা সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল হতে পারেননি।
নিগার জোহরের এই বিশেষ খবরটি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল মেজর বাবর ইফতিকার ট্যুইট করে আনন্দ প্রকাশ করেছেন। আগামী দিনে পাক সেনা বাহিনীতে আরও বেশি সংখ্যক মহিলার উন্নতি হোক, এমন প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।
রাওয়ালপিন্ডির আর্মি মেডিক্যাল কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন নিগার। ১৯৮৫ সালে তিনি সেনাবাহিনীর মেডিক্যাল কর্পোরেশনে যোগ দেন।২০১৭ সালে পাক সেনাবাহিনীর তৃতীয় মহিলা হিসেবে মেজর জেনারেলের পদে উন্নীত হন। বাকি দুই মহিলা সেনা আধিকারিকরা হলেন, শহিদা বাদশা এবং শহিদা মালিক।
পাকিস্তানে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রথম মহিলা নিগার জোহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jul 2020 02:48 PM (IST)
নিগার জোহরের এই বিশেষ খবরটি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল মেজর বাবর ইফতিকার ট্যুইট করে আনন্দ প্রকাশ করেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -